ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দেবীর কপালে সিঁদুর দেয়ার সময় সেলফি তুলতে গিয়ে মোমবাতির আগুনে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

বাসন্তী দুর্গা পূজার সময় দেবীর মাথায় সিঁদুর দেয়ার সময় মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে মোমবাতির আগুনে দগ্ধ হওয়ার ৭ দিনের মাথায় মলি রানী সাহা (৪৬) নামের এক নারী মারা গেলেন।   টানা এক সপ্তাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। মন্দিরের পুরোহিত কানু গোস্বামী  ও নিহতের স্বামী অশোক কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।   নিহত মলি সাহা মানিকগঞ্জের গংগাধরপট্টির বনগ্রাম এলাকার প্রয়াত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সাহার মেয়ে ও অশোক কুমার সাহার স্ত্রী। নিহত মলি রানী সাহা স্থানীয় একটি ইন্স্যুরেন্স কোম্পানির এফও হিসেবে কর্মরত ছিলেন। মলি রানী সাহা গত ১৮ই এপ্রিল রাতে বাসন্তী দুর্গা পূজার দশমীর দিন শহরের কালীবাড়ী মন্দিরে দেবীর কপালে সিঁদুর দেয়ার সময় দেবীর সঙ্গে সেলফি তুলতে ছিলেন। এসময় পাশেই জ্বলছিল মোমবাতি। সেই মোমবাতির আগুন এসে লাগে মলি সাহার শাড়িতে। তার শরীরের আগুনে দগ্ধ হলে প্রথমে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হলে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ।

বিজ্ঞাপন
নিহতের স্বামী জানান, মোমবাতি থেকে আগুন শাড়িতে লেগে দেহের ৩৫ ভাগেরও বেশি পুড়ে যায় তার। তার একটি মাত্র ছেলে ভারতে ব্যাঙ্গালোরে লেখাপড়া করছেন। নিহতের স্বামী অশোক কুমার সাহা জানান, তার স্ত্রীর লাশটি হাসপাতালটির হিমঘরে রাখা হয়েছে। তার একমাত্র ছেলে ভারতের ব্যাঙ্গালোর থেকে আসার পর শনিবার মরদেহটি মানিকগঞ্জের নিজ বাড়িতে আনা হবে।

পাঠকের মতামত

Devi bachalo na

Ekram
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ২:১২ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status