ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেটে লাকড়ি তোড়া উৎসবে ভক্তদের ঢল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

৭০০ বছর ধরে সিলেটে পালিত হচ্ছে লাকড়ি তোড়া উৎসব। ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.)এর ওরসকে সামনে রেখে সিলেটে ভক্ত ও আশেকানরা এই উৎসব পালন করে যাচ্ছে। গতকাল ৭০৫তম উৎসব পালিত হলো। দুপুরে হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে মোনাজাতের মধ্যদিয়ে লাকড়ি তোড়া উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। হাজারো মানুষ খালি পায়ে যাত্রা করেন প্রায় ৩ কিলোমিটার দূরে সিলেটের শহরতলীর লাক্কাতুরা চা বাগান এলাকার একটি টিলার উদ্দেশ্যে। মিছিলে স্লোগান দেন ‘লালে লাল, বাবা শাহ জালাল’ কিংবা ‘বাবা শাহ জালাল কি জয়, ৩৬০ আউলিয়া কি জয়’ বলে। এ সময় সবার মাথায় লাল ফিতা বা ওড়না জড়ানো ছিল। আর ভক্তদের হাতে থাকে লালসালুতে জড়ানো দা ও কুড়াল জাতীয় হাতিয়ার যা দিয়ে কাটা হয় টিলায় থাকা গাছের ডালপালা। সিলেটের এই লাকড়ি তোড়া উৎসবে অংশ নেন সর্বস্তরের কয়েক হাজার মানুষ। হাজারো ভক্ত লাক্কাতুরার টিলায় পৌঁছানোর পর সেখানে অনুষ্ঠিত হয় মিলাদ শরীফ।

বিজ্ঞাপন
সেখানে ভক্তদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। এ সময় ভক্তরা টিলার গাছের ডালপালা কাটেন। গাছকাটা নিষিদ্ধ থাকায় কোনো গাছ কাটা হয় না। লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা গাছের ডাল আগে থেকে সংগ্রহ করে বিক্রি করেন। পরে লাকড়ি নিয়ে আবারো মাজারের উদ্দেশ্যে রওনা হন ভক্তরা। মাজারে ফিরে এসব লাকড়ি বড় দীঘিতে তিনবার ডুবিয়ে পাশেই স্তূপ করে রাখেন। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে- লাকড়ি তোড়া উৎসবের ২১ দিনের মাথায় ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ওরস পালন করা হয়।  

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status