ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সিলেটে সরে গেছে জামায়াত, নির্বাচনে থাকা নেতাদের ব্যাপারে কঠোর বিএনপি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

উপজেলা নির্বাচনে সিলেটের কয়েকটি এলাকায় মাঠে রয়েছেন বিএনপি নেতারা। স্বতন্ত্র হিসেবে তারা প্রার্থী হয়েছেন বা হচ্ছেন। তবে- তাদের নিয়ে কঠোর অবস্থানে সিলেট বিএনপি’র নেতারা। জানিয়েছেন; দলের নির্দেশনা অমান্য করে যারা প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দু’একটি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের সম্ভাবনা থাকলেও সিলেটে মাঠ থেকে প্রার্থী সরিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী। সর্বশেষ বিশ্বনাথের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যান। এ ছাড়া জৈন্তাপুর ও ফেঞ্চুগঞ্জে জয়ের সম্ভাবনা থাকলেও সাবেক উপজেলা চেয়ারম্যানরা এবারের নির্বাচনে অংশ নেননি। জৈন্তাপুরে প্রার্থী ছিলেন জেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন, সাইফুল্লাহ আল হোসাইন। এ ছাড়া দক্ষিণ সুরমা ও বিশ্বনাথে তাদের ভোট ব্যাংক রয়েছে। এরপরও দলীয় নির্দেশনা মেনে প্রার্থীরা নির্বাচন থেকে সরে যান।

বিজ্ঞাপন
প্রথম ধাপে আগামী ৮ই মে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২শে এপ্রিল। তবে শেষদিন পর্যন্ত বিএনপি নেতারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ বিএনপি নেতার মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হয়েছেন। এ ছাড়া গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে একজন ও জৈন্তাপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন নির্বাচন করছেন। বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র যে চার নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, তার চাচাতো ভাই যুক্তরাজ্য বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কাওছার খান ও খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সিলেট জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহআলম স্বপন নির্বাচন করছেন।

 এ ছাড়া জৈন্তাপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান নির্বাচন করছেন। তবে সিলেট সদর, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমাসহ কয়েকটি উপজেলায় বিএনপি নেতারা নির্বাচনে প্রার্থী হননি। তারা জানিয়েছেন- দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সিলেট নগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম জানিয়েছেন- দলীয় সিদ্ধান্ত মেনে জামায়াতের নেতারা নির্বাচনে যাননি। দলের শীর্ষ নেতারা বুঝেশুনে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। সিলেটের সব নেতারা এ সিদ্ধান্ত মেনে নিয়ে সরে গেছেন। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- দল এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নিচ্ছে না। ফলে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। যারা দলের সিদ্ধান্ত না মেনে প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে- সিলেটের যেসব উপজেলায় বিএনপি নেতারা প্রার্থী হচ্ছে সেসব উপজেলায় নির্বাচন নিয়ে নানা মেরূকরণ চলছে। বিশ্বনাথে সবচেয়ে বেশি বিএনপি নেতা প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ থেকেও একাধিক নেতা প্রার্থী হয়েছে। ফলে এ উপজেলায় নির্বাচনের হিসাব জটিল হচ্ছে। আর যেসব উপজেলায় বিএনপি নেতারা প্রার্থী হননি সেখানে পরিবেশ এখনো নিরুত্তাপই রয়ে গেছে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status