ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

যে মিশনে সিলেটের পাঁচ নেতা

ওয়েছ খছরু, সিলেট থেকে
২০ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

 সিলেট আওয়ামী লীগ বিভক্ত। একদিকে অবস্থান জেলা ও নগর আওয়ামী লীগের  পদবিধারীসহ প্রায় সব নেতাদের। অন্যদিকে অবস্থান কেন্দ্রীয় নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ৫ নেতার। এর মধ্যে তিনজনই বর্তমান এমপি। সম্প্রতি ৫ নেতার একসঙ্গে ছবি ভাইরাল হয়েছে। কী জানান দিচ্ছেন তারা- এ নিয়ে এন্তার প্রশ্ন সিলেট আওয়ামী লীগে। তবে, নতুন মিশন তো আছে। সেটি হচ্ছে ছাত্রলীগকে নিয়ে। সিলেট জেলা ও নগর ছাত্রলীগের কমিটি ৪ সদস্যবিশিষ্ট। মেয়াদ ফুরিয়ে গেলেও পূর্ণাঙ্গ হয়নি।

বিজ্ঞাপন
কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ মহলের কেউ কেউ চাইছেন পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করতে। তবে সিলেট ছাত্রলীগের নেতাদের মত হচ্ছে- স্বল্প সময়ের জন্য হলেও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া। কয়েক মাস আগেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে জমা পড়েছে। রমজানে সিলেট সফর করে গেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সিলেটের বর্তমান নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। সিদ্বান্ত আছে দুটোই। কমিটি ভাঙা হতে পারে, আবার পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে পারে। সিলেট জেলা ও নগর আওয়ামী লীগের নেতারা চাইছেন নতুন করে কমিটি গঠন। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি নেই। এতে অপেক্ষায় থেকে থেকে অনেক নেতাই যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনে চলে যাচ্ছেন। বর্তমান কমিটি ভেঙে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন চান তারা। এ ব্যাপারে ইতিমধ্যে কেন্দ্রের কাছে তাদের মতামত জানিয়েছেন। আর আওয়ামী লীগের ৫ নেতা চাইছেন বর্তমান অর্ধাঙ্গ কমিটিকে পূর্ণাঙ্গ করতে। মেয়াদ কম হলেও তারা নিজেদের শক্তি বাড়াতে এটি করতে চাইছেন। এর কারণ- বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি হলে সেখানে তাদের অধিকার খর্ব হতে পারে। এতে করে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদের শক্তিশালী দাবিদারে পরিণত হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খানের নিয়ন্ত্রিত বলয় তেলীহাওর গ্রুপ ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদউদ্দিন আহমদের বলয় চৌহাট্টা গ্রুপ। দু’বলয়েই যোগ্য নেতা রয়েছে। তারা সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন বলে ছাত্রলীগের একাংশের নেতারা জানিয়েছেন। 

বর্তমান কমিটির ৪ নেতার মধ্যে সম্পাদকরা শীর্ষ পদে আসীন হওয়ারও লবিং চালাচ্ছে। এই অবস্থায় সাম্প্রতিক সময়ে জেলা ও নগর ছাত্রলীগের ৪ সদস্যবিশিষ্ট কমিটিকে বহাল রেখে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। মধ্য রমজান থেকে সেটি নিয়ে তুমুল আলোচনা চলছে সিলেটে। রমজানের পর ছাত্রলীগের ভেতরে এ নিয়ে তোড়জোর বেশি। বলয়কেন্দ্রিক নেতারা নিজেদের অবস্থান জানান দিতে আড্ডা, মহড়া সবই দিচ্ছেন। সম্প্রতি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক সঙ্গে দেখা গেছে সিলেটের ৫ নেতাকে। এর মধ্যে রয়েছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা। ছাত্রলীগের নেতারা বলছেন; সম্প্রতি নেতারা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য জোর লবিং করছেন। এ নিয়ে কেউ কেউ একাধিকবার ঢাকা সফর করেছেন।

 তাদের সঙ্গে জেলা ও নগর ছাত্রলীগের বর্তমান কমিটির নেতারাও সঙ্গে ছিলেন। ফলাফল কী আসছে সেটি এখনো অজানা। তবে, সিলেটের তোড়জোর জানান দিচ্ছে খুব দ্রুত আসতে পারে পুরাতন ৪ জনকে বহাল রেখে পূর্ণাঙ্গ কমিটি। এজন্য সিলেট নগর বলয়ে তোড়জোর চলছে। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের বলয়কে জানান দিতে আড্ডা, জমায়েত হচ্ছেন। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মানবজমিনকে জানিয়েছেন, প্রায় ৮ বছর ধরে সিলেট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। এ নিয়ে হতাশায় রয়েছেন নেতাকর্মীরা। গত জুলাই মাসে আমরা সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব কেন্দ্রে জমা দিয়েছি। সেটির ঘোষণার জন্য সিলেট ছাত্রলীগের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, কমিটি পূর্ণাঙ্গ হলে দল শক্তিশালী হবে। ইতিমধ্যে আমরা সিলেট জেলার অধিভুক্ত উপজেলা, পৌর, কলেজ ছাত্রলীগকে গুছিয়ে এনেছি। এখন জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে দল শক্তিশালী হবে বলে জানান তিনি। সিলেট নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ জানিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি খুব শিগগিরই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ২০০ সদস্যবিশিষ্ট একটি কমিটির প্রস্তাবনা কয়েক মাস আগেই কেন্দ্রে পাঠিয়েছি। তিনি বলেন, দীর্ঘদিন পর সিলেট নগর ছাত্রলীগের পক্ষ থেকে ঐতিহ্যবাহী এমসি, সরকারিসহ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করতে পেরেছি। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে সিলেটে ছাত্রলীগ শক্তিশালী বলে জানান তিনি।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status