ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ভোটের পর দুই দলের মাঠের কর্মসূচি আজ

স্টাফ রিপোর্টার
১ মে ২০২৪, বুধবার
mzamin

আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজ ঢাকায় কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। মে দিবস উপলক্ষে আজ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয়   শ্রমিক লীগ ‘শ্রমিক জনসভা’ করবে। অন্যদিকে দীর্ঘ দিন মাস পর আবারো রাজপথে কর্মসূচিতে নামছে বিএনপি। শ্রমিক দিবসে রাজধানীতে বড় আকারে ‘শ্রমিক সমাবেশ’ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ শেষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা নেয়া হয়েছে। ঘরোয়া বৈঠক, মতবিনিময় সভা এবং যৌথসভাসহ নানাবিধ কার্যক্রম চালিয়েছেন নেতারা।

 এই সমাবেশে প্রায় লক্ষাধিক  লোকের সমাগম ঘটিয়ে আন্দোলনের কঠোর বার্তা দিতে চাচ্ছেন তারা। এতে শ্রমিক দল ছাড়াও বিভিন্ন শ্রমজীবী সাধারণ মানুষসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অংশ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমজীবী মানুষের ঢাকায় আনার পরিকল্পনা তাদের নেই সংগঠনটির। আর মে দিবসের কর্মসূচি ছাড়াও আগামীকাল ২রা মে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বিজ্ঞাপন
বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শ্রমিক জনসভা’র আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ বলছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে শ্রমজীবী মেহনতি মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি।

 শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ উন্নীত হয়েছে নিম্ন মধ্যম আয়ের দেশে। আর তাদের নিরবচ্ছিন্ন পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মেহনতি মানুষের মহিমান্বিত আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণার চিরন্তন আলোকবর্তিকা হয়ে থাকবে। ওদিকে শ্রমিক দলের সমাবেশ ও র‌্যালির স্লোগান হচ্ছে “মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার, ‘বাঁচতে হলে লড়তে হবে, লড়াই করে জিততে হবে”। আজকের এই সমাবেশ এবং র‌্যালি থেকে ১২ দফা দাবি জানানো হবে। 

দাবিগুলো হচ্ছে: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বন্ধ শিল্প চালু কর-নতুন শিল্প গড়ে তোলো, আউট সোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি করতে হবে, বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বৃদ্ধি করা চলবে না, অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে, জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা দিতে হবে, শ্রমিক হত্যা, শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে, বাজার মূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বাঁচার মতো মজুরি দিতে হবে, জাতীয় পে-স্কেল ও মজুরি কমিশন ঘোষণা করতে হবে, জরুরি পরিষেবা আইনসহ সকল কালাকানুন বাতিল করতে হবে, খাদ্যসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে, শ্রমিক বাঁচাও-মানুষ বাঁচাও এবং ‘ডামি’ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন মানবজমিনকে বলেন, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড় শোডাউনের প্রস্তুতি নেয়া হয়েছে।

 এতে প্রায় লক্ষাধিক লোক সমাগম ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি, সর্বোচ্চ লোকসমাগমের মধ্যদিয়ে আজকের এই কর্মসূচি সফল হবে। আর এই কর্মসূচিতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকারসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন দাবি জানানো হবে।  মহান মে দিবস উপলক্ষে আজ বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হবে। এর আগে র‌্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হবে। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে সংগঠনটি। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। শ্রমিক সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মসূচিকে সফল করতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে গতকাল মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রমিকদলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস মানবজমিনকে বলেন, শ্রমিক সমাবেশ ও র‌্যালিতে সর্বোচ্চ লোকসমাগম হবে। শ্রমিকদলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শ্রমজীবী মানুষও এই কর্মসূচিতে অংশ নিবেন। এমন রোডম্যাপ তৈরি করেই আমরা কর্মসূচির পরিকল্পনা করেছি। আর এই কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ এবং ট্রেড ইউনিয়ন অধিকারসহ বিভিন্ন দাবি জানানো হবে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status