ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এ জে মোহাম্মদ আলী আর নেই

স্টাফ রিপোর্টার
৩ মে ২০২৪, শুক্রবার
mzamin

সাবেক অ্যাটর্নি জেনারেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ জে মোহাম্মদ আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। সিনিয়র এই আইনজীবীর মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নী জেনারেল এএম আমিন উদ্দিন, বিএনপি মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে এ জে মোহাম্মদ আলীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বহু গুণীজন রেখে গেছেন। আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল মানবজমিনকে বলেন, গত ২৮শে এপ্রিল সকালে চিকিৎসার জন্য বাংলাদেশ ছাড়েন এ জে মোহাম্মদ আলী। আজ শুক্রবার তার লাশ ঢাকায় পৌঁছাবে।  ২০০১ সালের অক্টোবরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এ জে মোহাম্মদ আলী। পরে তিনি দেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ৩০শে এপ্রিল থেকে ২০০৭ সালের ২৪শে জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞাপন
২০১৩-১৪ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এ জে মোহাম্মদ আলী।

জ্যেষ্ঠ এই আইনজীবীর বাবা এম এইচ খন্দকার। তিনি ছিলেন দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল। এ জে মোহাম্মদ আলী ১৯৮০ সালে হাইকোর্ট বিভাগের এবং ১৯৮৫ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এ জে মোহাম্মদ আলী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন মওদুদ আহমদের আইনজীবীও।

প্রধান বিচরপতির শোক: সিনিয়র এই আইনজীবীর মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

অ্যাটর্নী জেনারেলের শোক: সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ. এম. আমিন উদ্দিন গভীর শোক জানিয়েছেন।  শোকবার্তায় তিনি  মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।

বিএনপি’র শোকবার্তা: দেশের প্রখ্যাত এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল ও দেশের বিশিষ্ট আইনজীবী এ জে মোহাম্মদ আলী আইন পেশায় যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আইন অঙ্গনের এক খ্যাতনামা ব্যক্তিত্ব মরহুম এ জে মোহাম্মদ আলী। আইন পেশায় গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তিনি তাঁর সহকর্মী আইনজীবীদের নিকট ছিলেন এক উজ্জ্বল আদর্শ। বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন। অন্যায়, অবিচার, অনাচার ও অসঙ্গতির বিরুদ্ধে তিনি নির্ভিক ও উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাতে কখনো কুণ্ঠিত হননি। তার আইন পেশার ব্রত ছিল মানবসেবা। মরহুম এ জে মোহাম্মদ আলী একজন সৎ, সজ্জন, আদর্শনিষ্ঠ ও দায়িত্বশীল মানুষ হিসেবে সর্বমহলে প্রশংসিত ছিলেন। দেশের বর্তমান দুঃসময়ে তার মতো একজন প্রাজ্ঞ, নীতিবান ও সাহসী আইনজ্ঞের ইহধাম ত্যাগ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। একজন অভিজ্ঞ ও নীতিনিষ্ঠ আইনজীবী হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তার মৃত্যুতে আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় মহাসচিব বলেন, আমি এ জে মোহাম্মদ আলী’র রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্খী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাত নসীব এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন। 

জামায়াতের শোকবার্তা: এ. জে. মোহাম্মাদ আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শোকবাণীতে তিনি বলেন, এডভোকেট এ. জে. মোহাম্মাদ আলী বাংলাদেশের আইন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। আমি তার ইন্তেকালে অত্যন্ত শোকাহত। আইনজীবী হিসেবে তিনি দরিদ্র অসহায় বিচারপ্রার্থীদের বিনা পয়সায় সেবা প্রদান করেছেন। বিশেষ করে বর্তমান সরকারের মামলা-হামলার শিকার বিরোধী দলের বহু নেতাকর্মীকে তিনি আইনি সহায়তা দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি মজলুম মানুষকে আইনি সহায়তা প্রদান করায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে স্মরণ করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে আমরা আইন অঙ্গনের একজন অভিভাবককে হারালাম। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার  শূন্যতা পূরণ করে দিন।  

বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সিনিয়র এডভোকেট ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ. জে. মোহাম্মাদ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ ফোরামের নেতৃবৃন্দ।  শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
 

পাঠকের মতামত

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,,,দেশের এই ক্রান্তিলগ্নে উনার মতো প্রতিথযশা আইনজীবী চলে যাওয়া মানুষের হাহাকার তৈরি হয়েছে,,আল্লাহ্ যেন তাকে জান্নাত এর বাসিন্দা হিসেবে কবুল করেন,আমিন

H M MAHFUJUR RAHMAN
৩ মে ২০২৪, শুক্রবার, ২:১৮ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

রাস্তায় রাস্তায় ট্যাংক/ হামাস-ইসরাইল তীব্র লড়াই

সমমনাদের সঙ্গে বিএনপি’র বৈঠক/ যুগপৎ আন্দোলনে জামায়াতকে নেয়ার পরামর্শ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status