ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বেনজীরের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তিন সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থা সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন। বেনজীর আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন, উপ-পরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদীন।

খোরশেদা ইয়াসমীন বলেন, গত ১৮ই এপ্রিল দুদকে একটি সভা হয়। সেখানে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিবেচনায় নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। দুদক আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান। রিটে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী মো. সালাহ উদ্দিন বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীরকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে অনুসন্ধান চেয়ে গত ৪ঠা এপ্রিল দুদকের কাছে আবেদন করা হয়। এতে ফল না পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে ১৮ই এপ্রিল দুদক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। এরও কোনো জবাব না পেয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

তিনি আরও বলেন, বলছি না বেনজীর আহমেদ অবৈধভাবে বা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন বা করেননি। তবে প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান হওয়া উচিত।

বিজ্ঞাপন
কারণ, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জনগণ মনে করেন, পুলিশের সাবেক আইজিপি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। দুদক অনুসন্ধান করে প্রতিবেদন দিলে এই বিষয়ে প্রকৃত সত্য উদ্‌?ঘাটিত হবে। আইন দুদককে স্বেচ্ছায় অনুসন্ধানের ক্ষমতা দিয়েছে। চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি। 
 

পাঠকের মতামত

This is drama. Just eye wash.

Mokammel Mukul
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৪:১৫ অপরাহ্ন

দুদকের হেডাম কেমন এইবার প্রমান হবে, আমরা আম জনতা অপেক্ষায় আছি নাটকের শেষ কোথায় ?

NASIR
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:৫৫ অপরাহ্ন

তদন্ত শেষে দুদক থেকে সার্টিফিকেট দেয়া হবে যে, "জনাব বেনজির আহমেদ এর বিরুদ্ধে কিছুই পাওয়া যায় নি"।

Bangali
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:০৬ অপরাহ্ন

I think Just eye Wash!

M.S.Rana
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:২৫ পূর্বাহ্ন

দুদক-কে নজরদারিতার ভিতর আনতে হবে।

Dr. Khan
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৯:১১ পূর্বাহ্ন

মানুষ বুঝে দুদু মিয়ার রিপট কি দিবে বরং দুদু মিয়ার সঠিক কাজ হবে ঐ সংবাদিকদের যারা জিবনের যুকি নিয়ে এই সব সংবাদ দেয়

Abdul Matin
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৬:১৮ পূর্বাহ্ন

তদন্ত শেষে দুদক থেকে সার্টিফিকেট দেয়া হবে যে, "জনাব বেনজির আহমেদ এর বিরুদ্ধে কিছুই পাওয়া যায় নি"।

শওকত আলী
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৪:৪২ পূর্বাহ্ন

Is it Eye wash for issuing Clean certificate??

No name
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৪:৩০ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status