ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম আ. মান্নান দেওয়ানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল নগদ ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোররাত ৪টার দিকে জালকুড়ি তালতলা দেওয়ান মঞ্জিলে। ডাকাতদল বাড়িতে ঢুকে বিআইডব্লিউটিএ’র ঠিকাদারি ব্যাবসায়ী ও মৃত আব্দুল মান্নানের ছেলে রায়হান উদ্দিন দেওয়ান ওরফে মুন্না দেওয়ান (৪৫) তার স্ত্রী সোহানা দেওয়ান (৩৫) ও মুন্না দেওয়ানের মা রাশিদা দেওয়ান (৭৫)কে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে এই ডাকাতির ঘটনা ঘটায়। মুন্না দেওয়ানের ভগ্নিপতি মিজান জানান, রাত পৌনে ৪টার দিকে গ্রিল কেটে ডাকাতরা ঘরে ঢোকে।  দোতলায় আমার শ্যালক মুন্না দেওয়ান তার স্ত্রী-সন্তানকে নিয়ে ছিল। সেখানে গিয়ে তাকে ডেকে বলে আপনি কী লিটন দেওয়ান। এটা শুনে সে দরজা খুলে দেয়। পরে তারা তাকে বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গহনা খুলে নেয় এবং আলমারি থেকে টাকা ও গহনা হাতিয়ে নেয়।  এরপর  তারা আমার শ্যালককে নিয়ে নিচ তলায় গিয়ে আমার শ্বাশুড়ির ঘরে ঢুকে ডাকাতি করে।

বিজ্ঞাপন
ডাকাতরা প্রায় চল্লিশ মিনিট ডাকাতির কাজ শেষ করে আজানের আগে বের হয়ে যায়। সব মিলিয়ে নগদ ১০ লাখ টাকা, স্বর্ণলংকার প্রায় ৭০ ভরিসহ কোটি টাকার মালামাল নিয়ে গেছে। হাজী রাশিদা দেওয়ান বলেন, ফজরের আজানের আগে আমি রোজার সেহরি খাওয়ার জন্য তৈরি হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে বসি। এ সময় আমার ছেলে মুন্নাকে দিয়ে আমাকে ডাক দিয়ে ডাকাত দল দরজা খুলতে বলে। হয়তো ছেলের শরীরটা ভালো না তাই এতরাতে আমাকে ডাকছে এটা মনে করে আমি দরজা খুলে দেই। সঙ্গে সঙ্গে ৬/৭ জনের দল ঘরে ঢুকে আলমারি খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আজানের সামান্য আগে ডাকাত দল বের হয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রিল কেটে ডাকাতির  ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status