ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ফুটবলারকে চাবুকের মার, কঠোর আইন করছে সৌদি আরব

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, বুধবার

গত বৃহস্পতিবার সৌদি সুপার কাপের ফাইনালে এক ফুটবলারকে ‘চাবুকপেটা’ করেন গ্যালারিতে থাকা এক দর্শক! ন্যক্কারজনক ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) ‘দর্শক আচরণবিধি’ পর্যালোচনা করে সেটিতে পরিবর্তন আনতে যাচ্ছে। আবুধাবিতে গত বৃহস্পতিবার সুপার কাপের ফাইনালে আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল হিলাল। সেই ম্যাচে আল ইত্তিহাদের মরোক্কান খেলোয়াড় আবদেররাজাক হামদাল্লাহর সঙ্গে তর্কাতর্কি বাধে মাঠের কাছাকাছি গ্যালারিতে থাকা এক দর্শকের সঙ্গে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেই ব্যক্তির দিকে পানি ছুড়ে মারেন হামদাল্লাহ। এরপরই সেই ব্যক্তি চাবুক দিয়ে হামদাল্লাহর শরীরে আঘাত করেন। এরপর দ্রুত অন্য দর্শক ও খেলোয়াড়রা এসে দু’জনকে দূরে সরিয়ে নেন। 

এ বিষয়ে গতকাল দেয়া এক বিবৃতিতে সৌদি ফুটবল ফেডারেশন ও দেশটির পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ জানায়, ‘আল ইত্তিহাদ ক্লাবের এক খেলোয়াড়কে এক দর্শক শারীরিকভাবে আঘাত করছেন, এমন দৃশ্য দেখে আমরা স্তম্ভিত।’ দুঃখ প্রকাশ করে একই বিবৃতিতে বলা হয়, ‘এএফসি ও ফিফার অন্য সব সদস্যের মতো সৌদি অ্যারাবিয়া ফুটবল ফেডারেশনও যারা ফুটবল দেখতে আসেন ও খেলেন তাদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেয়। সৌদি আরবে ফুটবল পারিবারিক খেলা, এখানে বিশৃঙ্খলার ঘটনা নেই বললেই চলে। ‘তথাকথিত’ সেই দর্শকের আচরণ সৌদি ফুটবলের ছবি হতে পারে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’ একইসঙ্গে আচরণবিধি পর্যালোচনা করে পরিবর্তন আনার ঘোষণা দিয়ে বলা হয়, ‘দর্শক আচরণবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। পর্যালোচনার পর এমন ঘটনা যেন আর না ঘটে, সেটি নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তি দেয়ার বিধান যোগ করা হবে।’ এ বিষয়ে খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণাও দেয়া হয়েছে, ‘এই ঘটনা যদিও সৌদি আরবের বাইরে ঘটেছে, তবু সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন ও সৌদি আরবের ফুটবল খেলোয়াড়দের সংস্থা স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবে।

বিজ্ঞাপন
আমরা চাই খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status