ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

সুপার লীগে ‘অনভিজ্ঞ’ নারী আম্পায়ার নিয়ে প্রশ্ন সুজনেরও

স্পোর্টস রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

হঠাৎ করেই দেশের ক্রীড়াঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে নিয়ে। সুপার লীগের দ্বিতীয় রাউন্ডে তাকে দায়িত্ব দেয়া হয়েছে মোহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ম্যাচে। এই ম্যাচ দিয়ে তার লিস্ট এ ক্রিকেটে আম্পায়ারিংয়ের অভিষেক হয়। ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম রাউন্ডের প্রতি দলের ১১টি করে ম্যাচ হলেও  সেখানে তাকে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটি কোনো দায়িত্ব দেয়নি। আর তাতেই দেশের দু’টি বড় ক্লাবের কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করেন। শুরুতেই নারী আম্পায়ার বলে দেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে চাননি এমন বিতর্ক তৈরি হলেও পরে জানা যায় মূলত ক্লাব দু’টির কর্মকর্তারা তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সুপার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে তাকে দায়িত্ব দেয়া হলো সেটিই ছিল তাদের আলোচনা-সমালোচনার বিষয়। এবার আবাহনীর কোচ ও বিসিবি’র পরিচালক খালেদ মাহমুদ সুজনেরও একই প্রশ্ন। গতকাল তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বড় খেলায় আমি সবসময় মনে করি আপনাকে এমন একজন আম্পায়ার দেয়া উচিত যার অভিজ্ঞতা আছে, মাঠের প্রেশারটা কিন্তু অনেক বড়। যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আবাহনী-মোহামেডানের সেই প্রেশার  নেই।

বিজ্ঞাপন
তারপরও বড় দল খেলছে, জাতীয় দলের ক্রিকেটাররা খেলছেন। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের রেসপেক্টটা থাকে।’
গেল ২৫শে এপ্রিল মিরপুর শেরেবাংলা মাঠে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ও মোহামেডান। সেখানে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেয়া হয় সাবেক নারী ক্রিকেটার জেসিকে। এরপর সেই ম্যাচে মুশফিকের একটি আউট নিয়ে শুরু নানা বিতর্ক। এরপর ম্যাচের নারী আম্পায়ার ইস্যুতে তোলপাড় শুরু হয় দেশের ক্রিকেটে। ম্যাচ শেষে হঠাৎ খবর আসে জেসির অধীনে খেলতে আপত্তি জানিয়েছিল দুই দল। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে প্রাইম ব্যাংক ও মোহামেডান। ক্লাব দু’টি জানিয়েছে নারী আম্পায়ার নিয়ে কোনো অভিযোগ তোলেননি। বড় ম্যাচে জেসির অভিজ্ঞতা নিয়ে শুধুমাত্র সংশয়ে ছিলেন তারা। সেই সঙ্গে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে সব খোলাসা করেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তাদের দাবিÑ নারী আম্পায়ার নিয়ে কোনো আপত্তি  তোলেননি তারা। উল্টো জেসিকে অভিনন্দন জানিয়েছেন তারা। আলোচিত এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন খালেদ মাহমুদ সুজন। বড় ম্যাচে অভিজ্ঞ আম্পায়ার নির্বাচন করা প্রয়োজন মনে করেন সুজন। তিনি বলেন, ‘যদি আমার মত দিই, আমার মতে প্রিমিয়ার লীগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আরেকটু বিচক্ষণ হতে হবে আম্পায়ার কারা করছে দেখতে হবে। আমাদের দেশে এতো অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেয়ার ওই ম্যাচটাতেÑ আমি জানি না।’
‘বয়স তো নেই, মন চায় খেলে ফেলি’
আর মাত্র একটি ম্যাচ জিতলেই ঢাকা প্রিমিয়ার লীগের চলতি আসরে আবহনীর শিরোপা নিশ্চিত হয়ে যাবে। ঠিক এমন ম্যাচের আগে দেশের শীর্ষ ক্লাবটির একাদশ সাজানোই এখন বেশ কঠিন বিষয়। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন জিম্বাবুয়ের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজ খেলতে।  সেখানে নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ সহ আবাহনীর ১০ ক্রিকেটার রয়েছেন। তাই সুপার লীগে আজ শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলটি পড়েছে চরম বিপাকে। যে কারণে দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনকে অনেকটা জোড়াতালি দিয়ে সাজাতে হচ্ছে একাদশ। হয়তো সেই কষ্ট থেকেই গতকাল সংবাদ মাধ্যমে জানিয়েছেন বয়স থাকলে হয়তো আজ ম্যাচে আবাহনীর হয়ে তিনি খেলেই ফেলতেন। সুজন বলেন, ‘না আসলে ওই বয়স তো নাই (নিজেই নেমে যাবেন কিনা)। মন চায় খেলে ফেলি (হাসি)। কঠিন (খেলে ফেলা), দল করাই কঠিন এখন। ১০জন খেলোয়াড় নাই, খালেদ আর জয় ইঞ্জুরিতে। কাজেই ১২টা খেলোয়াড় নাই। ৬ জন আছে, এই ৬ জনের সঙ্গে আগে আমি এনেছিলাম আরও তিনজন, তাদের এনেছি। তাই ৯জন আছে। দেখি আরও দু’-একজন পাওয়া যায় কি না!’ 
আবাহনীর ক্রিকেটারদের মধ্যে জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পেয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দীন ও তানভীর ইসলাম। এর মধ্যে খালেদ আহমেদ ও মাহমুদুল হাসান জয় আছেন  ইনজুরিতে।

 

পাঠকের মতামত

Intuition is essential more than experience. Specially in case of umpiring and other judgement giving activities.

তপন চক্রবর্তী
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status