ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

জোড়া উইকেট নিয়ে বুমরাহর পাশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৩ অপরাহ্ন

mzamin

আগের ম্যাচে লখনৌর সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটা দুঃস্বপ্নের মতো কেটেছিল মোস্তফিজুর রহমানের। শেষ ওভারে ১৭ রান আটকাতে গিয়ে ৩ বলেই সেটা খরচ করে ফেলেন। তবে পরের ম্যাচেই কামব্যাক করলেন চেন্নাই সুপার কিংসের এই বাংলাদেশি পেসার। তার ছন্দে ফেরার দিনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শীর্ষ তিনে ফিরলো চেন্নাই।

আজ ঘরের মাঠে হায়দরাবাদকে ৭৮ রানে হারায় চেন্নাই। আগে ব্যাটিং করে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ৯৮ রান আর ড্যারি মিচেলের ৫২ রানের উপর ভর করে ২১৩ রান করে চেন্নাই। জবাবে ১৩৪ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। ২.৫ ওভার বোলিং করে ১৯ রান খরচায় ২ উইকেট নেন ফিজ। আইপিএলের চলতি আসরে  এখন পর্যন্ত ফিজের শিকার ১৪ উইকেট।  মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহরও শিকার করেন ১৪ উইকেট। তবে গড়ে পিছিয়ে মোস্তাফিজ দুই নম্বরে আর বুমরাহ শীর্ষে।

পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে ৮ রান দেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন
ইনিংসের ১০ম ওভারে খরচ করেন ৫ রান। দুই ওভারে ১৩ রান দেওয়া মোস্তাফিজ এরপর আক্রমণে আসেন ইনিংসের ১৯তম ওভারে। ততক্ষণে ৮ উইকেট হারিয়ে ফেলেছে হায়দরাবাদ। এই ওভারে ৩ বলের মধ্যে বাকি দুই উইকেট নিয়ে লেজও ছেঁটে ফেলেন মোস্তাফিজ। 

এবারের আসরে আর একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। কারণ এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরবেন ফিজ। ১লা মে তার শেষ ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। 

পাঠকের মতামত

হুদাই আনতেসে মুস্তাফিজকে। এনে আবার বসায় রাখবে তিন ম্যাচ। আইপিএল খেলে আসার পরেও সে বিশ্রাম পাইতো। দেশের একটা সম্মান যেখানে হাতছানি দিচ্ছে সেখানে জালাল সাহেবরা স্টুপিডের মত কাজ করবেন সেটাই স্বাভাবিক। আসলে দেশের সম্মান তাদের কাছে ভুয়া। নিজেদের হ্যাডম দেখাইতে হবে না? জিমবাবউয়ের সাথে খেলার জন্য দেশে অনেক বোলার আছে। তাদের চান্স দেওয়া হোক মুস্তাফিজকেই কেন দরকার? স্টুপিড না হলে বলে যে মুস্তাফিজের আইপিএলে শেখার কিছুই নাই? আইপিএলে আমাদের যে খুব সম্মান রয়েছে তা নয় কারন আমরা তেমন ভালো করিনি। এইবার একটা সুযোগ এসেছে তাও জালাল সাহেবদের পছন্দ হচ্ছে না। অন্য দেশ হলে এটা করতো না। আসলে বিসিবি কি বিদেশী কোন গোয়েন্দা সংস্থা চালায় যে তারা চাচ্ছে না বাংলাদেশী কোন বোলার সর্বোচ্চ উইকেট শিকারী হোক? জালাল সাহেবরা খুব একটা দেখাচ্ছে তারা কত সিরিয়াস। ভুয়া। সাকিবের বিষয়ে তো সব ছাড়, এখনতো আরো কিছুই বলতে পারবেনা। যতত সব।

তানিম
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:১৯ পূর্বাহ্ন

মোস্তাফিজকে আইপিএল এর সব ম্যাচ খেলার সুযোগ দেওয়া হউক!

HR Group
২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ৩:২৬ অপরাহ্ন

মোস্তআফিজকে আইপিএল এর সব ম্যাচ খেলার সুযোগ দেওয়া হউক!

নুরুল আলম
২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১০:০০ পূর্বাহ্ন

আইপিএল দেখেন কোটি কোটি ক্রিড়াঅনূরাগী মানুষ একমাত্র মুস্তাফিজ বাংলাদেশের পক্ষে বিশ্ব ক্রিকেটের প্রতিদন্ধিতা পূর্ণ ক্রিকেট খেলাই বাংলাদেশের ক্রিকেটের যুবরাজ খেলছে। এই আসর থেকে নিয়ে আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এটি লক্ষ কোটি ক্রিকেট ভক্তদের হ্নদয়ে আঘাত। এই দারা বাাহিকতা ধরে রাখতে আইপিএল মুস্তাফিজের জন্য দেশের জন্যে বিশালাকার সম্মান মর্যাদার হবে। বাংলাদেশ ক্রিকেট আকরাম দায়িত্বশীল কথা বলেছেন মুস্তাফিজের পক্ষে জালাল সাহেব ক্রিকেট অনুরাগীর মধ্যেই পড়েনা। কিভাবে বলেন মুস্তাফিজের আইপিএল কিছুই শিখার নেই। ওনাদের হিংসাত্মক মানুষ কিভাবে থাকেন ক্রিকেট বোর্ডে জানিনা। রাষ্ট্রের নির্বাহী প্রধান কি জানেন। কেও কি জানাবেন। ক্রিকেট অনুরাগী মাননীয় প্রধানমন্ত্রী কে। কারণে সবকিছুই দেশের প্রধানমন্ত্রীর নজরে থাকে। ধন্যবাদ

ম নাছিরউদ্দীন শাহ
২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ২:৪৮ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status