ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

আবার ভুটান যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ

স্পোর্টস রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

গত বছর প্রথমবারের মতো ভুটানের প্রিমিয়ার লীগের ক্লাব রেভেন এফসির হয়ে কোচ হয়ে ভুটান গিয়েছিলেন আজমল হোসেন বিদ্যুৎ। পাঁচ মাসের মতো সেখানে হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক জাতীয় দলের ফুটবলার। বাংলাদেশের প্রথম কোচ হিসেবে দেশের বাইরে কোচিং করানোর অভিজ্ঞতা অর্জন করে আবারও সেখানে ডাক পেয়েছেন নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ফুটবলার। এবার রেভেন এফসি নয়, প্রিমিয়ার লীগের আরেক দল দাগা ইউনাইটেড এফসির ডাগআউটে দাড়াবেন তিনি। কিছু দিন আগে আজমল হোসেন বিদ্যুৎ ব্রাদার্স ইউনিয়নের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু দলের অবস্থা বেগতিক দেখে আর সেখানে থাকেননি। ভুটান থেকে আমন্ত্রণ পেয়েই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভুটানে লীগ শুরু হবে। বিদ্যুৎ যাবেন প্রথম সপ্তাহে। সেখানে কোচিং করানো নিয়ে বিদ্যুৎ  বলেন, ‘ওখানে গত বছর কোচিং করিয়েছি।

বিজ্ঞাপন
প্রথমবার কোচিং করিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক হয়েছে। ওরা আমার কাজ পছন্দ করেছে। তাই এবার নতুন দলের দায়িত্ব নিয়ে সেখানে যাচ্ছি।’ আগের চেয়ে পারিশ্রমিক বাড়ছে। তবে সেটা বাংলাদেশের প্রিমিয়ার লীগের কোনও ক্লাবের সমমানের নয়।  এএফসি ‘এ’ লাইসেন্সধারী কোচ অবশ্য বলেন, ‘আসলে কোচিং করানোটা হলো বড় বিষয়। দেশের বাইরে কাজ করার সুযোগ পেয়েছি। তাই করছি। বসে থাকতে চাই না। আর ওখানে এখন লীগে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়।’ ১০ ক্লাব নিয়ে অনুষ্ঠিত হয় ভুটান প্রিমিয়ার লীগ। গতবার রেভেন এফসি অষ্টম হয়েছিল। তবে সেই দলটি ছিল বয়সভিত্তিক খেলোয়াড়দের নিয়ে। এবার দাগা ইউনাইটেডে আগের চেয়ে ভালোমানের খেলোয়াড় থাকায় তাদের নিয়ে শীর্ষে যেতে চান জানিয়ে বিদুৎ বলেন, ‘আশা করছি, এবার ভালো ফল করতে পারবো। সেই লক্ষ্য নিয়েই সেখানে যাবো।’ বাংলাদেশ প্রিমিয়ার লীগে বিদ্যুৎ ২০১৯ সালে আরামবাগের সহকারী কোচ ছিলেন। ৪টি ম্যাচে  হেড কোচ হিসেবে ডাগ আউটে ছিলেন। এছাড়া স্বাধীনতা ক্রীড়া সংঘে কোচ কাম খেলোয়াড়, অগ্রণী ব্যাংক ও চট্টগ্রামে নওজোয়ান ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে তার। এছাড়া খেলোয়াড়ি জীবনে ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের শীর্ষ ফুটবল লীগে খেলেছেন তিনি। আরামবাগ, ফরাশগঞ্জ, আবাহনীর পর মুক্তিযোদ্ধায় খেলেছেন ১১ বছর। মাঝে ফেনী সকারে ছিলেন ২ বছর। বয়সভিত্তিক ছাড়াও লাল-সবুজ জার্সি গায়ে কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status