ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

বায়ার্ন-রিয়াল দ্বৈরথ আজ

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ মহারণ আজ। চ্যাম্পিয়ন্স লীগের চলতি আসরের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইউরোপের এ দুই জায়ান্ট দল। এতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দিবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। রিয়াল এ নিয়ে ৩৩বারের মতো সেমিফাইনাল খেলবে, বায়ার্নের ২১তম। সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার তালিকায়ও এই দুই দলই সেরা। ২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম সেমিফাইনালে উঠলো বায়ার্ন। চলতি মৌসুমটা খুব ভালো কাটছে না তাদের। ১২ বছর বুন্ডেসলিগায় শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। ডিএফবি কাপও জিততে পারেনি তারা।

বিজ্ঞাপন
ফলে চলতি মৌসুমে জেতার মতো শুধু চ্যাম্পিয়নস লীগই হাতে আছে তাদের। এছাড়া মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাবেন কোচ টমাস টুখেল, চ্যাম্পিয়ন্স লীগ জিতে তাকেও রাজকীয় বিদায় দিতে চাইবে বাভারিয়ানরা। অন্যদিকে রিয়াল কাটাচ্ছে দুর্দান্ত মৌসুম। কয়েক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করেছে স্প্যানিশ লা লিগার শিরোপা। কোয়ার্টার ফাইনালে গেলবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মাঠে শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে উঠেছে কার্লো আনচেলোত্তির দল। এই ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন বায়ার্নের কানাডিয়ান ডিফেন্ডার আলফোনসো ডেভিস। তার ফেরা দলটির রক্ষণে বাড়তি ভরসা যোগাবে। তবে কোনরাড লাইমার ও ম্যাথিজ ডি লিটের প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়। এছাড়া জামাল মুসিয়ালা ও লিওরি সানের খেলা নিয়েও রয়েছে শঙ্কা, যেটা টুখেলকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে। গোলপোস্টে ম্যানুয়াল নয়্যারের অভিজ্ঞতা বায়ার্নকে স্বস্তি জোগাবে। রিয়াল নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়াকে না পেলেও তার জায়গায় খেলা লুনিন সামর্থ্যরে প্রতিদান দিচ্ছেন। তার দুর্দান্ত কিপিংয়েই সিটিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে রিয়াল। এর আগে শেষ ষোলোর ম্যাচেও অনবদ্য কিপিং করেন তিনি। রিয়াল মাদ্রিদ একাদশে ফিরতে পারেন জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। দুজনেই চোটের সঙ্গে লড়াই করছেন। তিনজন মিলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৬ গোলে অবদান রাখেন। নিষেধাজ্ঞার কারণে নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার দানি কারভাহাল খেলতে পারবেন না এই ম্যাচে। তার জায়গায় দারুণ ছন্দে থাকা লুকাস ভাসকেজকে খেলাতে পারেন আনচেলোত্তি। মিডফিল্ডে টনি ক্রুস ও লুকা মদরিচের অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইবে রিয়াল। রিয়ালের আক্রমণ ভাগে ভরসার নাম ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ানের সাম্প্রতিক সময়ের দুর্দান্ত ফর্ম বায়ার্নকে বিপদে ফেলতে পারে। আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর নিয়মিত গোল পাওয়াটাও রিয়ালের জন্য স্বস্তির। এবারের আসরে এখন পর্যন্ত ৫ গোল পেয়েছেন তিনি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটির মাঠে অন্যরকম রিয়ালের দেখা মেলে। পুরো সময় স্বভাববিরুদ্ধ অতি ডিফেন্সিভ খেলে তারা। নির্ধারিত সময় সিটিকে আটকে রেখে টাইব্রেকারে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলোত্তির শিষ্যরা। তবে বায়ার্নের বিপক্ষে আক্রমণাত্মক কৌশলে ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ ১৪বারের চ্যাম্পিয়নরা। কোনোকিছু পক্ষে না থাকলেও ফল নিজেদের পক্ষে আনতে পারার অতিত ইতিহাস রিয়ালকে আশা জোগাবে। অন্যদিকে মৌসুমের শেষদিকে এসে ঘুরে দাঁড়ানো বায়ার্নকে লড়াই করতে হবে। সাম্প্রতিক সময়ে ছন্দে ফেরা চ্যাম্পিয়ন্স লীগের ৬ বারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাইবে। তবে রিয়ালের ভয়ঙ্কর আক্রমণ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ইউরোপের দুই অন্যতম সেরা জায়ান্টের এই লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ থাকবে না। দুই দলের ডাগআউট থেকে বের হওয়া কৌশল, চাপ সামলানোর দক্ষতা, গ্যালারি থেকে সমর্থকদের সমর্থন-এগুলোও এই ম্যাচে প্রভাব ফেলতে পারে। দুই দলের মহারণে পার্থক্য গড়ে দিতে পারেন বায়ার্নের হ্যারি কেন ও রিয়ালের জুড বেলিংহ্যাম। ইংল্যান্ডের এই দুই ফুটবলারেরই নিজ নিজ ক্লাবের হয়ে এটাই প্রথম মৌসুম। আর অভিষেকেই দুজনে দলের অন্যতম সেরা পারফর্মার। এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লীগে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক গড়বেন বায়ার্নের জার্মান মিডফিল্ডার টমাস মুলার। এই ম্যাচে তার অভিজ্ঞতাও পার্থক্য গড়ে দিতে পারে। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে শেষ ৬ ম্যাচে দুই দলই অপরাজিত। আর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগে ২৬ বার মুখোমুখি হয়েছে রিয়াল ও বায়ার্ন। যেখানে ১২ জয় নিয়ে এগিয়ে বাভারিয়ানরা। রিয়ালের জয় ১১ ম্যাচে আর ড্র ৩ ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে বায়ার্নের বিপক্ষে রিয়ালের জয়জয়কার। শেষ ৭ ম্যাচে রিয়ালের জয় ৬ ম্যাচে বাকি ম্যাচটি ড্র। ফলে পরিসংখ্যানে কিঞ্চিত এগিয়ে থাকলেও সাম্প্রতিক ইতিহাসের দিকে বায়ার্ন পিছিয়েই থাকছে। এ নিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল। ১৯৭৬ থেকে ২০১২ সালের মধ্যে ৫ বারে ৪বারই রিয়ালকে টপকে ফাইনালে উঠেছে বায়ার্ন। তবে শেষ দুইবারের লড়াইয়ে (২০১৪ ও ২০১৮) বায়ার্নকে ছিটকে দেয় লস ব্যাঙ্কোসরা। প্রথম লেগ হচ্ছে বায়ার্নের ঘরের মাঠে। যেখানে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ২৪ ম্যাচে মাত্র ১টি হেরেছে। ১৫ ম্যাচ ধরে আছে অপরাজিত হয়ে।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status