ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

অভিষেকের পর এবার রাহুল গান্ধী

একের পর এক নেতার কপ্টারে তল্লাশি অভিযান

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

চব্বিশের লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলো ‘অতিসক্রিয়’ হয়ে উঠেছে, এই অভিযোগে বারবার সরব হয়েছে  বিরোধী শিবির।  এবার তল্লাশি চালানো হলো দুই বিরোধী নেতার হেলিকপ্টারে। রোববার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাহুল গান্ধী।   রোববার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর দপ্তরের হানার ঘটনায় হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের  আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, কপ্টারে কিছু পাওয়া যায়নি।  বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে তৃণমূল।  তার ভিত্তিতে সোমবার দুপুর ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবের সামনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারটি দাঁড়িয়েছিল সেই সময় নির্বাচন কমিশনের তিন জন প্রতিনিধি সেখানে যান। তাতে লেখা ছিল ‘ইলেকশন অন ডিউটি’।

বিজ্ঞাপন
তাদের একজন জানান, তাদের সেখানে গিয়ে দেখতে বলা হয়েছে। এর থেকে বেশি তারা কোনো মন্তব্য করেননি। কোচবিহারের সভা থেকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। তার আগে হেলিপ্যাডে পাঠিয়ে দেয়া হয় ইনকাম ট্যাক্স বাবুদের। হেলিকপ্টারে নাকি সোনা আর টাকা নিয়ে আসছে! আমি বলি ওটা আমরা করি না, ওটা বিজেপি করে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনোদিন কোনো বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?’ 
এদিকে গতকাল সকালেই  তামিলনাড়ুতে নামে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর  কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। ওয়ানড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। আগামী ২৬শে এপ্রিল কেরালার ওই কেন্দ্রে নির্বাচন। সেই জন্যই সোমবার নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ।   ওয়ানড় যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন রাহুলের কপ্টারে। যদিও কমিশনের তরফে বলা হয়েছে,  রাহুল গান্ধীর হেলিকপ্টার তল্লাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আদর্শ আচরণবিধির  একটি অংশ ছিল। নির্বাচনের  আবহে  সমস্ত ডিএম/এসপি/এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে ভারতীয় নির্বাচন কমিশন (ইসিআই) দ্বারা এয়ারফিল্ড/ হেলিপ্যাডগুলোতে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছিল। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এয়ারফিল্ডগুলোতে এই ধরনের তল্লাশি চলছে।   ২০টি লোকসভা আসনবিশিষ্ট  কেরালায় ২৬শে এপ্রিল একদফায় ভোট হবে। অন্যদিকে, তামিলনাড়ুর ৩৯টি আসনে লোকসভা ভোট হবে ১৯শে এপ্রিল।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status