ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সুপার লীগ খেলা হচ্ছে না জাতীয় দলের ক্রিকেটারদের!

স্পোর্টস রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

২৬শে এপ্রিল চট্টগ্রামে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে দেশের মাটিতে জাতীয় দলের শেষ প্রস্তুতি। দেখা মিলবে বিশ্বকাপের ছায়া স্কোয়াডের। তবে প্রশ্ন হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা কি ক্যাম্পের শুরু থেকেই অংশ নিতে পারবে? কারণ ২২ বা ২৩শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ৬ দল নিয়ে সুপার লীগ। ঢাকা লীগের প্রথম রাউন্ড শেষ হতেই মূলত শিরোপার লড়াই শুরু হবে সুপার লীগ পর্বে। তাই ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়বে কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন! তবে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন সুপার লীগ নিয়ে তাদের ভাবার সময় নেই। ক্যাম্প শুরু হলে জাতীয় দলের ক্রিকেটারদের সেখানে অংশ নিতে হবে।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘২৬শে এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে ক্যাম্প। আমরা আসলে সুপার লীগ নিয়ে ভাবছি না। এ নিয়ে কোনও কথা হয়নি। যেটা পরিষ্কার করে বলতে চাই ক্যাম্পে সব ক্রিকেটার অংশ নিবে। লীগে খেলবে কিনা সেটি ক্লাবগুলোর  সঙ্গে তারা বুঝবে।’

অন্যদিকে জানা গেছে বড় ক্লাবগুলোর চাপে জাতীয় দলের ক্রিকেটারদের শেষ পর্যন্ত খেলতে হতে পারে সুপার লীগে। এই বিষয়ে অবশ্য জালাল ইউনুস সরাসরি কোনও উত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘যদি ক্লাবগুলো প্রয়োজন মনে করে সেটি পরের বিষয়। আমরা এখনো এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেইনি। ক্রিকেটাররা ক্যাম্পে অংশ নিবে সেটি জানি।’ ঈদের ছুটি শেষে এরইমধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বেশির ভাগ ক্রিকেটারই ছুটি কাটিয়ে গতকাল থেকে মাঠে নেমেছেন ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল)। আগামী ২৮শে এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি হবে চট্টগ্রামে। ৩রা মে সিরিজের প্রথম ম্যাচ জহুর  আহমেদ চৌধুরী স্টেডিয়ামে । 

২২শে এপ্রিল ফিরছেন হাথুরুসিংহে
২০শে এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। তার দুদিন পরেই দলের সঙ্গে যোগ দিবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে তিনি অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিলেন পারিবারিক কাজে। পরে গুঞ্জন ছড়িয়ে পরে তিনি আর বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন না। ফিরবেন না ঢাকায়, যদিও পরে তা মিথ্যা বলেই জানা যায়। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘২০শে এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অনুশীলন। এরপর ২২শে এপ্রিল ঢাকায় আসবে প্রধান কোচ হাথুরু।’ জানা গেছে প্রধান কোচ দেশে এসেই নিশ্চিত করবেন ঢাকা লীগে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন কিনা। এরই মধ্যে দল ঘোষণা হলে অবশ্য পরিষ্কার হয়ে যাবে কারা থাকবেন ক্যাম্পে।
অন্যদিকে একটি সূত্রে জানা গেছে জিম্বাবুয়ের বিপক্ষে যে দল ঘোষণা হবে সেটি বিশ্বকাপ স্কোয়াডের ছায়া থাকবে। কারণ দেশের মাটিতে এটি হবে জাতীয় দলের শেষ প্রস্তুতি। এরপর মে মাসের দ্বিতীয় সপ্তাহেই দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১শে এপ্রিল থেকে খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেটি হবে টাইগারদের বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি। এছাড়াও  আসর শুরুর আগে আইসিসি’র দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে টাইগাররা। বলার অপেক্ষা রাখে না টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই সুপার লীগে ওয়ানডে ম্যাচ খেলার কোনও যৌক্তিকতা নেই। আর সে কারণেই হয়তো প্রধান কোচ চাইবেন না শিষ্যরা টি-টোয়েন্টি প্রস্তুতি রেখে খেলুক ঢাকা লীগে।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status