ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ছুটি কাটিয়ে শুক্রবার ফিরছেন কাবরেরা

স্পোর্টস রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ও মধ্যবর্তী দলবদলের জন্য লম্বা বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা শুরু হয়েছিল ২৯শে মার্চ এবং ফেডারেশন কাপের খেলা শুরু হয়েছিল ৪ঠা এপ্রিল। লীগের দুই রাউন্ড ও ফেডারেশন কাপের একটি কোয়ার্টার ফাইনালের পর আবার ঈদ বিরতিতে যায় ঘরোয়া ফুটবল। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো দেখেন ভেন্যুতে ভেন্যুতে গিয়ে। খেলা নেই বলে তিনিও চলে যান ছুটিতে। ঈদের বিরতি শেষে আজ ফেডারেশন কাপ দিয়ে ফিরছে ঘরোয়া ফুটবলে। ৩০শে মার্চ ছুটি কাটাতে দেশে যাওয়া কাবরেরাও ছুটি কাটিয়ে ফিরছেন ১৯শে এপ্রিল। জুনের আগে জাতীয় দলের খেলা নেই। বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ৬ই ও ১১ই জুন। ফেডারেশন কাপ ও লীগের খেলা দেখে দেখে তিনি জুনের দুই ম্যাচের জন্য খেলোয়াড় বাছাই করবেন। তবে তার আগে কাবরেরার সঙ্গে আলোচনায় বসার কথা বাফুফের।

বিজ্ঞাপন
বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিলিস্তিন ম্যাচ শেষে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। নতুন চুক্তির পর এ বছর জানুয়ারি থেকে হাভিয়ের কাবরেরা টানা তৃতীয় বছর শুরু করেন বাংলাদেশ দলের সঙ্গে। শুরুর সময় ঘুরে-ফিরেই এসেছিল লেবানন ও ফিলিস্তিন ম্যাচে বাংলাদেশের সম্ভাবনার প্রশ্ন। এই কোচ কখনো দুটো দলকে হারানোর প্রতিশ্রুতি দেননি। বার বার দুই প্রতিপক্ষের শক্তির কথা বলেছেন, নানা দিকে তাদের এগিয়ে থাকার কথা বলেছেন। ওই ম্যাচগুলোতে পয়েন্টের স্বপ্ন দেখলেও কোচ সেটা প্রকাশ না করে তার দলের লড়াই করার সামর্থ্যকে বড় করে দেখিয়েছিলেন। তবে ২১শে মার্চ কুয়েতে বাংলাদেশ কোনও লড়াই করতে পারেনি ফিলিস্তিনের বিপক্ষে, হারে ০-৫ গোলে। ৪ দিন বাদে ঢাকায় ফিরতি ম্যাচে অবশ্য জামাল ভূঁইয়ার দল লড়াই করে ম্যাচ ড্র করার সম্ভাবনা জাগিয়ে শেষমেষ ৯৪ মিনিটে গোল খেয়ে হারে। কুয়েতে ম্যাচের পর কাজী সালাউদ্দিন দেশে সরব হয়েছিলেন হাভিয়ের কাবরেরার বিপক্ষে। ম্যাচে বাংলাদেশ দলের বিভিন্ন পজিশনে গলদ খুঁজে পেয়েছিলেন বাফুফে সভপতি। ৫-০ গোলে হারার পর তিনি খুঁত ধরতেই পারেন। কিন্তু ২৬শে মার্চ ঘরের মাঠে সেই ফিলিস্তিনের বিপক্ষে দারুণ লড়াই করে বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে হারার পরও সভাপতির একই রকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দ্রুতই তিনি কোচের সঙ্গে বসার কথা বলেছেন। এখন দেখা যাক কোচের সঙ্গে সাক্ষাত শেষে কী সিদ্ধান্ত নেন বাফুফে বস। 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status