ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

নওগাঁয় বিএসএফ’র গুলিতে যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, বুধবার
mzamin

নওগাঁ জেলার পোরশা সীমান্তে ভারত থেকে রাতের আঁধারে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে  আল আমিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে সীমান্তের ২ কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে বিলমারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন পোরশা উপজেলা সদরের নিতপুর কলোনিপাড়ার আবু বক্কর সিদ্দিকীর ছেলে। এ ঘটনায় ওই সীমান্তে বিএসএফ ও বিজিবি’র মধ্যে পতাকা বৈঠক চলছে ।

এলাকাবাসী জানান, ঈদকে সামনে রেখে সোমবার রাতে আল আমিনসহ ৮-১০ জন সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতের ১৫৯ বিএসএফ টিক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের কাছে ২৩২ নং পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে ২ কিলোমিটার দূরে বিলমারী এলাকায় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। নওগাঁ-১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, বাংলাদেশি যুবক নিহতের এ বিষয়টি নিয়ে বেলা ১টার দিকে ওই সীমান্তে বিএসএফ ও বিজিবি’র মধ্যে পতাকা বৈঠক চলছে।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বিএসএফের গুলি, যুবক আহত
লালমনিরহাট প্রতিনিধি জানান, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মো. লিটন মিয়া (২০) নামে একজন যুবক আহতের অভিযোগ পাওয়া গেছে। লিটন উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে। গতকাল উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাত ৩টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ৪০-৫০ জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করে। এসময় বিএসএফ’র ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে।

বিজ্ঞাপন
ঘটনাস্থলে লিটন আহত হয়। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। তাকে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিজিবি পরিচালক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন বলেন, দূর্গাপুর সীমান্তে বিএসএফ তাদেরকে চলে যেতে বলে। এসময় তারা উল্টো তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে বিএসএফ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। বর্তমানে লিটনের শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।

পাঠকের মতামত

বাংলাদেশের জন্য ভারত হলো বিষফোঁড়া এদের এখনই বিতাড়িত করতে হবে নইলে ভবিষ্যতে ফিলিস্তিনের মতো অবস্থা হবে আমাদের কারণ ইসরায়েল আর ভারত বিশ্ব মানবতা এবং মুসলমানদের জন্য গলার কাটা,

Alomgir Chowdhury
২৭ মার্চ ২০২৪, বুধবার, ৫:২৮ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে বন্ধু রাষ্ট্রের উপহার। লাশ আর লাশ।

Saidul islam
২৭ মার্চ ২০২৪, বুধবার, ১:১৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status