ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

চিতাবাঘের আক্রমণ: মৃত্যুর মুখ থেকে ফিরলেন জিম্বাবুয়ের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৭:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন

mzamin

চিতাবাঘের আক্রমণে আহত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। তারা মাথা ও হাতে মারাত্মক জখম হয়েছে। জিম্বাবুয়ের হুমানিতে সাফারি ব্যবসা করেন সাবেক অলরাউন্ডার হুইটাল। সেখানেই একটি চিতা বাঘের আক্রমণের শিকার হন জিম্বাবুয়ের হয়ে ৪৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার। শুরুতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আকাশপথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হারারেতে। সেখানে মিল্টন পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। 

সার্জারির পর ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের অবস্থা এখন স্থিতিশীল। হুইটালের স্ত্রী হানা স্টুকসের করা ফেসবুক পোস্টে দেখা যায়, সার্জারি শেষে মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় থাম্বস আপ দিচ্ছেন হুইটাল।

টেস্টে ১০টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি করা হুইটালকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল পোষা কুকুর চিকারা। পোষা কুকরটিও চিতাবাঘের আক্রমণে আহত হয়েছে।

বিজ্ঞাপন
পুরো ঘটনাটি জানা গেছে হুইটালের স্ত্রীর ফেসবুক পোস্টের মাধ্যমে।

এর আগে ২০১৩ সালেও হুইটালের সঙ্গে অদ্ভুত এক ঘটনা ঘটে। সকালে উঠে দেখেন বিছানার নিচে ৮ ফুট লম্বা আর ১৬৫ কেজি ওজনের একটি কুমির শুয়ে আছে। ডেইলি মেইলকে হুইটালের স্ত্রী হানা স্টুকস হুইটাল বলছেন, ‘খুবই ভাগ্যবান মানুষ ও। প্রথমে কুমির, এরপর চিতা। ওর প্রাণশক্তি তীব্র। ও ভাগ্যবান যে চিকারা সাহায্য করার জন্য ওর সঙ্গে ছিল। তা না হলে কী হতো কে জানে! আমরা ওর প্রতি কৃতজ্ঞ। ট্রিট হিসেবে চিকারা অতিরিক্ত কিছু মাংস পাবে।’

টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি আছে হুইটালের। ওয়ানডেতে আছে ১১টি ফিফটি। ওয়ানডেতে ৫১ আর টেস্টে তার শিকার  ৮৮ উইকেট।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status