ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

‘আমি হয়তো ভালো, এ কারণেই আমাকে নিয়ে কথা হচ্ছে’

স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৪, রবিবার
mzamin

ভারতের বিপক্ষে প্রথম ৩ ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। ৩ ম্যাচে ৩ উইকেট পেলেও বোলিংয়ে বেশ দাপট দেখান টাইগ্রেস পেসার মারুফা আক্তার। তৃতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভারতের স্পিনার রাধা যাদব বলেন, মারুফার ইন্টেন্ট তার পছন্দ হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিপক্ষের এমন প্রশংসা পাচ্ছেন মারুফা। এই ডানহাতি পেসার বলেন, তিনি ভালো বলেই প্রশংসিত হচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিওতে নিজের প্রশংসা নিয়ে মারুফা বলেন,  ‘অবশ্যই আমার অনেক ভালো লাগে। বিশ্বের সেরা খেলোয়াড়েরা (আমার) নাম বললে ভালো লাগে। আমি হয়তো ভালো, এ কারণেই আমাকে নিয়ে কথা হচ্ছে।’ ভারতের বিপক্ষে সিরিজে ব্যক্তিগতভাবেও প্রশংসা শুনেছেন মারুফা। রাধা নারী আইপিএলে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন। মারুফা বলেন, ‘ম্যাচ শেষে হাত মেলানোর সময় তারা গায়ে হাত রেখে প্রশংসা করে।

বিজ্ঞাপন
ইচ্ছা তো আছে (নারী আইপিএলে খেলার), সবারই থাকে। চেষ্টা করে যাব, ইনশা আল্লাহ বাকিটা আল্লাহ ভরসা।’ সিরিজের প্রথম তিন ম্যাচের পারফরম্যান্স প্রসঙ্গে মারুফা বলেন, ‘পাওয়ারপ্লেতে শুরুটা ভালো হচ্ছে, তবে ২-৩টা উইকেট পড়ার রানের গতিটা কমে আসছে। তখন রক্ষণাত্মক খেলার কারণে আসলে দলের ওপর চাপ পড়ে যাচ্ছে।’ 

 ফিজিও ইয়ানের প্রশংসায় মারুফা-মুর্শিদা  গত বছরের ১লা জুন বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফর্মেন্সের হেড হিসেবে ইয়ান ডুরেন্টকে নিয়োগ দেয় বিসিবি। এরপর থেকে ক্রিকেটারদের ফিটনেসে উন্নতি হচ্ছে বলে জানান মারুফা ও মুর্শিদা খাতুন। মারুফা বলেন, ‘ইয়ানের সঙ্গে কাজ করার আমার নিজেরই ভালো লাগছে। এখন শরীরে সবসময়ই এনার্জি থাকে। দিন যাচ্ছে উন্নতি হচ্ছে, শরীরে স্ট্রেন্থও বাড়ছে। আগে ওরকম খাদ্যাভাস ছিল না, মানে খারাপ দিকে ছিল আর এখন সেটা প্রতিদিন উন্নতি হচ্ছে। আর ইয়ান জিমে আমাদের অন্যভাবে কাজ করায় যেন আমরা শক্তি পাই আরও।’ মুর্শিদা বলেন, ‘ইয়ান আসার পর আমাদের অনেক উন্নতি হয়েছে। আগে আমরা ডাইভ দিতে অস্বস্তিতে থাকতাম, সেটাও এখন উন্নতি হচ্ছে। আগে থ্রো করলেও আমাদের ত্রিশ গজে... এখন সেটাও উন্নতি হয়েছে। এছাড়া ব্যাটিংয়ে আগে বড় শট খেলতে গেলে পার হবে কিনা সেটা সন্দেহ ছিল। এখন আত্মবিশ্বাস নিয়ে মেরে দিতে পারি।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status