ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

জিকোর রক্ত ঝরার ম্যাচে আবাহনীকে হারালো কিংস

স্পোর্টস রিপোর্টার
৫ মে ২০২৪, রবিবার
mzamin

প্রিমিয়ার লীগে কখনই বসুন্ধরা কিংসকে হারাতে পারেনি আবাহনী। গতকাল দশমবারের মতো মুখোমুখি হয় দু’দল।  কিংস অ্যারেনাতেও ২-১ গোলে জিতে এই রেকর্ড অক্ষুণ্‌ণ রেখেছে অস্কার ব্রুজনের দল। সঙ্গে টানা পঞ্চম লীগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট পাওয়া কিংসের চ্যাম্পিয়ন হতে দরকার আর মাত্র একটি জয়। ১১ই মে মোহামেডানের বিপক্ষে জিতলেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসবে করবে টানা চার বাারের চ্যাম্পিয়নরা।  লীগের ফিরতি পর্বে দুর্দান্ত ছন্দে থাকা কিংস এদিনও দারুণ শুরু পায় কিংস অ্যারেনায়। ম্যাচের গতিপথ বুঝে ওঠার আগেই স্বাগতিক দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেন রাকিব হোসেন। বক্সের কোণা থেকে মিগেল ফিগেইরার প্রচেষ্টা আবাহনী গোলরক্ষক শহিদুল আলম কোনোমতে ফেরালেও বল ক্লিয়ার করতে পারেনি রক্ষণভাগের কোনো খেলোয়াড়। জটলার মধ্যে আলতো ছোঁয়ায় জালে খুঁজে নেন রাকিব।

বিজ্ঞাপন
চলতি লীগে রাকিবের এটি নবম গোল। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে আবাহনী। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৮তম মিনিটে  মিলাদ শেখের ভলি ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো। 

ফিরতি বলে শ্‌ট নিতে যান কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে তার শট বলে না লেগে জিকোর মাথায় লাগে। সাথে সাথে রক্ত ঝড়তে শুরু করে। চোট গুরুতর দেখে ফিজিও জিকোকে অ্যম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যায়। ম্যাচের ১৯ মিনিটের এই ঘটনার পর বদলী হিসেবে মাঠে আসেন মেহেদী হাসান শ্রাবণ। আনিসুরকে হারানোর ধাক্কা সামলে আবাহনীর রক্ষণে চাপ অব্যাহত রাখে কিংস। সুবাদে মেলে সাফল্য।  ৩৪ মিনিটে ব্যবধান বাড়ানো গোল পেয়ে যায় অস্কার ব্রুজনের দল। মধ্য মাঠে বল পেয়ে অনেকটা পথ দৌড়ে আবাহনীর বক্সে ঢুকে পড়েন মিগেল। পেছন পেছন ছুটেও নাগাল না পাওয়ায় বক্সে মিগেলকে ফেলে দেন মিলাদ শেখ, পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন মিগেল। দ্বিতীয়ার্ধে কিংসের সঙ্গে সমান তালে লড়াইয়ের চেষ্টা চালায় আন্দ্রেস ক্রুসিয়ানির দল। শুরুতেই গোল করে ম্যাচে থাকে আবাহনী। ওয়াশিংটনের কাটব্যাকে ছয় গজ বক্সে স্লাইডিংয়ে বল জালে পাঠান কর্নেলিয়াস স্টুয়ার্ট। এরপর বেশ কিছুক্ষণ কিংসকে চাপে রাখে আকাশি-নীলরা। নিশ্চিত গোল পেতে পারতো এমন সুযোগ নষ্ট করেন কর্নেলিয়াস এবং ওয়াশিংটন ব্রান্দো। দুজনই গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status