ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

শিরোপা সম্ভাবনায় ধাক্কা খেয়ে লিভারপুল কোচ বললেন, ‘ক্ষমা চাই’

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৫ অপরাহ্ন

mzamin

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেলো লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে এভারটনের কাছে হার দেখলো অলরেডরা। আর কণ্ঠে রাজ্যের হতাশা নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। বুধবার ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলকে ২-০ গোলে হারায় নগর প্রতিদ্বন্দ্বী এভারটন। এ ম্যাচ জিতলে আর্সেনালের সমান পয়েন্ট হতো লিভারপুলের। কিন্তু এখন ব্যবধান হয়ে গেছে পরিষ্কার তিন পয়েন্টের। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট শীর্ষে আর্সেনাল, ৭৪ পয়েন্ট লিভারপুলের। ৭৩ পয়েন্ট নিয়ে আপাতত তিনে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচ খেলেছে তারা দুটি কম। নিজেদের কাজ ঠিকঠাক করতে পারলে শিরোপা ধরে রাখতে পারবে তারাই।

বিজ্ঞাপন
লিভারপুলের জন্য এখন রানার্স আপ হওয়াও কঠিন। 
এভারটনের কাছে হারার পর যখন ক্লপকে জিজ্ঞেস করা হলো লিভারপুলের সম্ভাবনা এখন কতটা, তিনি তখন তুলে ধরলেন বাস্তব চিত্রটিই। ক্লপ বলেন, “(আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির) খুব বাজে সময় আসতে হবে।” 

লিভারপুল কোচ বলেন, “আমি জানি না- আমি কেবল লোকজনের (সমর্থক) কাছে ক্ষমাই চাইতে পারি। আমাদের সঙ্গে যারা আছেন, তারা সবাই জানেন যে আমাদের জন্য এটা কতটা কঠিন। আমাদের আরও ভালো করা উচিত ছিল, কিন্তু পারিনি।” 
ক্লপ বলেন, “অবশ্যই অনেক কিছু নিয়েই আমরা হতাশ। এভারটন যেভাবে খেলতে চেয়েছে, আমরা ঠিক সেটিই করতে দিয়েছি। সেট পিস থেকে দুটি গোল হয়েছে। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল করতে পারিনি। অনেক তাড়াহুড়ো করেছি আমরা, যথেষ্ট স্বচ্ছ ছিলাম না। যথেষ্ট ভালো ছিলাম না আমরা, অবশ্যই স্বীকার করতে হবে।” 

ক্লপ বলেন, “নিশ্চয়ই আমরা এরকম কিছুর আশা করিনি, কিন্তু হয়ে গেছে। আমরা অবশ্যই সেরা মুহূর্তে নেই এখনৃ দিনশেষে যথেষ্ট ভালো আমরা ছিলাম না। যখন কোনো দল জেতে, জয়ের পেছনে ৫০০টি কারণ থাকে। হারার পর স্রেফ বলতে হয়, যথেষ্ট ভালো ছিলাম না।” 
কোচের কথারই প্রতিধ্বনি শোনা গেল লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের কণ্ঠে। অল রেডদের ডাচ ডিফেন্ডার বলেন, “আমাদেরকে আরও অনেক ভালো খেলতে হবে। যদি আজকের মতো খেলতে থাকি, শিরোপা লড়াইয়ের বিবেচনায় থাকার সুযোগ আমাদের নেই।”
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status