ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

'আসন্ন লোকসভা নির্বাচন মোটেই সাধারণ নয়', দলীয় প্রার্থীদের চিঠি দিয়ে জানালেন মোদি

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০২ অপরাহ্ন

mzamin

ভারতের বুকে ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতাকারী সমস্ত বিজেপি এবং এনডিএ প্রার্থীদের কাছে ব্যক্তিগতভাবে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রার্থীদের তার "সহকর্মী'' হিসেবে সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন যে এটি একটি সাধারণ নির্বাচন নয়। চিঠিতে লেখা রয়েছে, “প্রবীণরা নিশ্চই মনে রেখেছেন, গত ৫০-৬০ বছরে কংগ্রেসের সময়ে কীভাবে তাদের দিন কেটেছে। কিন্তু গত ১০ বছরে সমাজের প্রত্যেক স্তরের মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে। দূর হয়েছে অনেক সমস্যা। তবে এখনও অনেক কিছুই করা বাকি। তাই এই নির্বাচন মোটেই সাধারণ নয়।

আগামী দিনে আমজনতার জীবনযাত্রায় উন্নতি করতে গেলে এই নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছি আমরা। বিজেপিকে দেয়া প্রতিটি ভোট সেই লক্ষ্যকে আরও মজবুত করবে।” পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি লিখেছেন যে গ্রীষ্মের তাপ সবার জন্য সমস্যা তৈরি করেছে।

বিজ্ঞাপন
তাই 'পহেলে মতদান ফির জলপান' স্লোগানকে প্রতিধ্বনিত করে, ভোটারদের কাছে ভোরে ভোট দেয়ার আবেদন করতে হবে।

সমস্ত চিঠিগুলো ব্যক্তিগতভাবে পাঠিয়েছেন মোদি। উদাহরণস্বরূপ, তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই, বিজেপির কোয়েম্বাটোরের প্রার্থীকে সম্বোধন করা চিঠিতে, প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "আমি আপনাকে একটি মর্যাদাপূর্ণ চাকরি ছেড়ে সরাসরি মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেয়ার জন্য অভিনন্দন জানাই।

"রাজনীতিতে আসার আগে আন্নামালাই একজন আইপিএস অফিসার ছিলেন। লোকসভা ভোটের আবহে এর আগেও একাধিক প্রার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন মোদি। পশ্চিমবঙ্গের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন তিনি। সন্দেশখালির এই প্রতিবাদী নারীকে শক্তিস্বরূপা বলে সম্বোধন করেন। কীভাবে প্রচার করবেন রেখা তা নিয়েও মোদি কথা বলেন।

২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১০২টি নির্বাচনী এলাকায় প্রথম পর্বে ভোট অনুষ্ঠিত হবে ১৯শে এপ্রিল, প্রথম পর্বের প্রচার শেষ বুধবার সন্ধ্যা ৬টায়। প্রথম পর্বে উত্তর প্রদেশ, আসাম, ছত্তিশগড়, বিহার, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মণিপুর, রাজস্থান, পশ্চিমবঙ্গে ভোট হবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status