ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলে সতর্কতা সাইরেন

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

ইরানের হামলার জবাবে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে। এতে ইসফাহান প্রদেশে বিস্ফোরণ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন রিপোর্টে বলেছে, বেশ কয়েকটি শহরে ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। ওদিকে ইসরাইলের উত্তরাঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে, সিরিয়ায় সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইরনা বলেছে, আদ্রা এবং আল থালা সামরিক বিমানবন্দরে এবং একটি রাডার ব্যাটালিয়নে হামলা হয়েছে। ওই রাডার স্টেশনটি সিরিয়ার দক্ষিণে আদ্রা এবং কারফা গ্রামের মধ্যে অবস্থিত। ইরাকে বাবেল এলাকায় আল ইমাম অঞ্চলে বিস্ফোরণ হয়েছে। তবে এসব বিস্ফোরণ কিসের আলামত তা পরিষ্কার নয়। ইরানের ইসফাহানে আছে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা।

বিজ্ঞাপন
এর মধ্যে আছে সামরিক গবেষণা ও উন্নয়ন বিষয়ক স্থাপনা। আছে ঘাঁটিও। ফলে কৌশলগত দিক দিয়ে এ শহরটি গুরুত্বপূর্ণ। এ কারণে তাকে টার্গেট করা হয়ে থাকতে পারে। এর  পাশের শহর নাতাঞ্জ হলো ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ বিষয়ক গুরুত্বপূর্ণ স্থাপনার অন্যতম। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, তারা বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা বিষয়ক ব্যাটারি ফায়ার করেছে। ছোট কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের মহাকাশ বিষয়ক এজেন্সির একজন মুখপাত্র। তবে তিনি বিস্তারিত জানাননি। উদ্ভূত পরিস্থিতিতে তেহরান, ইসফাহান ও সিরাজ বিমানবন্দর সহ বেশ কিছু এলাকায় ইরানের ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে। আকাশ প্রতিরক্ষা বিষয়ক ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসফাহান বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের মিডিয়াগুলো জানিয়েছে। ফারস নিউজ এজেন্সিকে এক্ষেত্রে উদ্ধৃত করা হয়েছে।

পাঠকের মতামত

ছিটা পানি ধৈর্যের গুতা

Ratan
২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ৯:১৪ অপরাহ্ন

ইরানের সঙ্গে আমরা বাংলাদেশের জনগণ আছি এবং থাকবো

kahald
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৮:২২ অপরাহ্ন

ইরানের পক্ষে তৃতীয় বিশ্ব যুদ্ধ কে করবে? ইরানের সামরিক শক্তি ধ্বংস হবে।

মিলন আজাদ
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:৫৫ পূর্বাহ্ন

ইরান চুপচাপ থাকাটাই ভালো

Md mihir
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:৫০ পূর্বাহ্ন

তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হতে পারে।

হামিদুর
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:২০ পূর্বাহ্ন

এখন ইরান কি প্রতিক্রিয়া দেখায় তা দেখার বিষয়।

Ashraf Chowdhury
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৯:১৩ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status