ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন লন্ডন প্রবাসী ভারতীয় যুবকের

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ১ মে ২০২৪, বুধবার, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ অপরাহ্ন

mzamin

যুক্তরাজ্যের একটি আদালত ২০২৩ সালের অক্টোবরে লন্ডনের ক্রয়েডনে ১৯ বছর বয়সী স্ত্রীকে হত্যা করার দায়ে একজন ভারতীয় যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে বছর ২৪ এর  সাহিল শর্মা ২০২৩ এর ২৯ অক্টোবর নিজেই পুলিশকে ফোন করে বলেছিল যে সে তার স্ত্রী মেহক শর্মাকে ক্রয়ডনে নিজের বাড়িতে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মেহক শর্মাকে ঘাড়ে ছুরি দিয়ে বিপজ্জনকভাবে আঘাত করে সাহিল। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। ৩১ অক্টোবর, ২০২৩-এ পরিচালিত একটি বিশেষ পোস্টমর্টেম পরীক্ষায় দেখা গেছে যে, ঘাড়ে ছুরিকাঘাতের ক্ষতই মেহকের মৃত্যুর কারণ। 

এই বছরের ৮ ফেব্রুয়ারি সাহিলকে কিংস্টন ক্রাউন কোর্ট মেহককে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে, কিন্তু সে হত্যার কারণ জানায়নি।  ২৬ এপ্রিল বিচারপতি জানান, কমপক্ষে ১৫ বছর কারাবাস করতে হবে অভিযুক্তকে। এর পর প্যারলে মুক্তির আবেদন করতে পারেন। আদালত বলেন, সাহিলের ভয়ংকর কাজের জন্য পরিবারটি ধ্বংস হয়ে গেছে। অসহায় পরিস্থিতি হয়েছে ওর শিশুকন্যার। কেন এমনটা করলো তাও জানায়নি সে।

বিজ্ঞাপন
সবদিক খতিয়ে দেখে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনায় আদালত। 

মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের ডিটেকটিভ ইন্সপেক্টর (ডিআই) লরা সেম্পলের বরাত দিয়ে পিটিআই নিউজ এজেন্সি এখবর জানিয়েছে।  

লরা বলেন, 'যদিও আমি সচেতন যে কোনো কিছুই মেহক শর্মাকে তাদের কাছে ফিরিয়ে আনতে পারে না, তবুও আমি আশা করি এই শাস্তি তার প্রিয়জনদের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে। '

মেয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে ভেঙে পড়েছেন মেহকের মা। তিনি বলেন, 'আমি জানি মেয়েকে ফিরে পেতে চাইলেও এখন এটি অসম্ভব। কোন প্রকার প্রার্থনা, অর্থ বা সমর্থন তাকে আমার কাছে ফিরিয়ে আনবে না। আমি শেষ হয়ে গেছি। সাহিল শুধু মেহককে খুন করেনি, সে আমাকেও মেরে ফেলেছে।'

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status