ঢাকা, ২২ মে ২০২৪, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ইসরাইলের জেলে বসে উপন্যাস লিখে পুরস্কার জিতে নিলেন ফিলিস্তিনি লেখক

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ১ মে ২০২৪, বুধবার, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১২ পূর্বাহ্ন

mzamin

ফিলিস্তিনি লেখক বাসিম খন্দকজি ২০ বছর ধরে ইসরাইলি কারাগারে বন্দি। সেখান থেকেই ‘এ মাস্ক, দ্য কালার অফ দ্য স্কাই’ উপন্যাস লিখে আরবি কথাসাহিত্যের পুরস্কার জিতে নিয়েছেন তিনি। বইয়ের ইংরেজি অনুবাদের জন্য ৫০ হাজার ডলার দিয়ে সম্মানিত করা হয় বাসিমকে। বাসিম খন্দাকজি ২০০৪ সাল থেকে ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন। চলতি বছর ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশনের জন্য খন্দাকজিকে মনোনীত করেছে। তবে তিনি কারাগারে বন্দি থাকায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন রানা ইদ্রিস। রানা ইদ্রিশ লেবাননের দার আল-আদাব প্রকাশনী সংস্থার প্রকাশক। রানা বাসেমের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন। বইয়ের নামের 'মাস্ক' শব্দটি ব্যবহার করা হয়েছে রামাল্লা এক শরণার্থী শিবিরে বসবাসরত প্রত্নতাত্ত্বিক নূরের খুঁজে পাওয়া একটি নীল আইডি কার্ডকে বোঝাতে। কার্ডটি এক ইসরাইলির পুরনো কোটের মধ্যে পাওয়া গিয়েছিল। 

প্রতিযোগিতায় জমা দেয়া ১৩৩টি কাজের মধ্য থেকে বাসিমের বইটিকে জয়ী হিসেবে বাছাই করা হয়।

বিজ্ঞাপন
বিচারকদলে দায়িত্ব পালন করা নাবিল সুলেইমান বলেন, উপন্যাসটি 'পরিবারের ভেঙে পড়া, উদ্বাস্তু হওয়া, গণহত্যা ও বর্ণবাদের জটিলতার তিক্ত বাস্তবতাকে তুলে ধরেছে। কারাবন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাসিম 'রিচুয়ালস অভ দ্য ফার্স্ট টাইম' ও 'দ্য ব্রেথ অভ আ নকচারনাল পোয়েম'সহ বেশ কয়েকটি বই লিখেছেন। ২১ বছর বয়সে জেলে বন্দি হওয়ার আগে বাসিম বেশ কিছু ছোটগল্প লিখেছিলেন। 

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মিডিয়া, দ্য ন্যাশনাল অনুসারে ১৯৮৩ সালে নাবলুসে জন্মগ্রহণকারী, খন্দকজি ২০০৪ সালে তেল আভিবের উট মার্কেটে একটি মারাত্মক আত্মঘাতী বোমা হামলার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এই ঘটনায় তিনজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিল। তার ভাই, ইউসুফ খন্দকজি, আবুধাবির ফেয়ারমন্ট বাব আল বাহরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং বলেছিলেন: "আমার প্রিয় ভাই এই পুরস্কার সমস্ত ফিলিস্তিনি জনগণকে উৎসর্গ করেছেন । আমি প্রতিদিন তাকে মিস করি এবং সে আমাদের হৃদয়ে রয়েছে। খন্দকজি ২০২১ সালে "এ মাস্ক, দ্য কালার অফ দ্য স্কাই" লিখতে শুরু করেছিলেন৷উপন্যাসটি সম্পূর্ণ হতে ছয় মাস সময় লেগেছিল। আইপিএএফ-এর মতে, জেলে থাকাকালীন, খন্দকজি কবিতাও লিখেছেন। 

সূত্র : সিএনএন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status