ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা এম সজীব মারা গেছেন। ঘটনার চারদিন পর গতকাল ভোররাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় চন্দ্রগঞ্জ বাজারে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। সজীব পাঁচপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এছাড়া কফিল উদ্দিন কলেজের আসন্ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন এম. সজীব। এদিকে মঙ্গলবার সকালে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু ও সাধারণ সম্পাদক তাজল ইসলাম তাজুসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তাজল ইসলাম, কর্মী বাবু ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, সজীব ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন।

বিজ্ঞাপন
তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ছাত্রলীগ ঘরে ফিরে যাবে না। আন্দোলন চলবে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক এম বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। উল্লেখ্য, সদর উপজেলার চন্দ্রগঞ্জের পাঁচপাড়া যদিরপুকুরপাড় এলাকায় গত শনিবার রাত আড়াইটার দিকে সজীবসহ ৪ জন আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে সজীব, ছাত্রলীগকর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় ও রাফি গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে ৩ জনকে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে পাঠানো হয়।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status