ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

যেভাবে মুক্ত এমভি আব্দুল্লাহ’র ২৩ নাবিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

বাংলাদেশ সময় শনিবার বেলা সাড়ে ৩টা। ভারত মহাসাগরে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ’র  উপর চক্কর দিতে থাকে একটি হেলিকপ্টার। সেখান থেকে তারা জাহাজের ২৩ নাবিক অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর হেলিকপ্টার থেকে ডলার ভর্তি ৩টি ব্যাগ সাগরে ফেলা হয়। একটি স্পিডবোট দিয়ে এসব ব্যাগ জলদস্যুরা কুড়িয়ে নেয়। জাহাজে উঠে দাবি অনুয়ায়ী মুক্তিপণ গুনে নেয় জলদস্যুরা। তবে চুক্তি অনুযায়ী জাহাজটি যথাসময়ে ছেড়ে দেয়নি দস্যুরা। পরে আশপাশে কেউ আটক করছে কিনা, সেটি নিশ্চিত হয়ে রাত ১১টার দিকে  জাহাজ থেকে নেমে যায় তারা। 

এভাবে মুক্ত হয়েছে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জিম্মি হওয়ার ৩১ দিন পর শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ২৩ জন  নাবিককে নিয়ে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দিকে রওনা দিয়েছে। নাবিকরা সবাই সুস্থ আছেন।

বিজ্ঞাপন
আগামী ১৯শে এপ্রিল জাহাজটির সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তারা বিমানে বা জাহাজে করে দেশে ফিরবেন।

জিম্মি বাংলাদেশি জাহাজটির মালিকপক্ষ চট্টগ্রামের কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম জানান, ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু কিছু জটিলতায় সময় পরিবর্তন হয়। অতীতে জাহান মণির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ে ২৩ নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে।মুক্ত হওয়া জাহাজ আমিরাত পৌঁছানোর পর তাদেরকে বিমানে করে  চট্টগ্রামে নেয়া হবে। 
এদিকে এমভি আবদুল্লাহ’র নাবিকদের মুক্তির আগের একটি  ভিডিওতে দেখা যায়, জিম্মি নাবিকরা সবাই জাহাজের ডেকে লাইন ধরে দাঁড়ানো। এ সময় ছোট আকারের একটি উড়োজাহাজ এমভি আবদুল্লাহ’র সামনে চক্কর দিচ্ছে। ওই সময় জলদস্যুরা দুটি স্পিড বোট নিয়ে জাহাজের সামনে অবস্থান নেয়। জাহাজে থাকা একজন বাংলায় নাবিকদের হাত তুলতে বলেন। 

ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি একবার চক্কর দিয়ে একটি করে ব্যাগ পানিতে ফেলছিল। তারপর স্পিড বোটে থাকা জলদস্যুরা সেই ব্যাগটি তুলে নিচ্ছিল। এভাবে তিনবার ৩টি ব্যাগ ফেলা হয়। প্রতিবারই জলদস্যুরা উল্লাস করছিল। তৃতীয় ব্যাগ ফেলার পর উড়োজাহাজটি ঘুরে গন্তব্যের দিকে চলে যায়। এরপর এমভি আবদুল্লাহতে থাকা কেউ একজন ইংরেজিতে নাবিকদের বলেন, ‘তোমরা এবার মুক্ত। এখন চলে যেতে পারবে।’

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র জিম্মি নাবিকদের  মুক্তি দিতে  ৫০ লাখ ডলার দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও একই কথা বলেছে। এরমধ্যে আবদিরশিদ ইউসুফ নামে এক জলদস্যুর বরাতে  রয়টার্স জানায় ‘যথারীতি দুই রাত আগে আমাদের কাছে টাকা আনা হয়েছিল।আমরা পরীক্ষা করে দেখেছি টাকা জাল কিনা। তারপর আমরা টাকাগুলো দলের মধ্যে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই।’ 

এদিকে মুক্তিপণ প্রদানের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দাবি করেছেন, জিম্মিদের ছাড়িয়ে আনতে কোনো মুক্তিপণ দেয়া হয়নি। বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতায় নানামুখী চাপের কারণে তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে জলদস্যুরা।

রোববার (১৪ই এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডের তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে নেগোসিয়েশন করেছি, দীর্ঘদিন কথাবার্তা চলেছে। এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই। আমাদের আলাপ-আলোচনা এবং বিভিন্ন ধরনের চাপ আছে এখানে। সেই চাপগুলো এখানে কাজে দিয়েছে।’

এদিকে জলদস্যুদের হাত থেকে নাবিকদের মুক্তির বিষয় জানাতে রোববার বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে কবির গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে মালিকপক্ষ কবির গ্রুপও মুক্তিপণের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। 

সংবাদ সম্মেলনে কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করীম বলেন, ‘দুদিন আগে আমরা আমাদের জাহাজের প্রতিটি ক্রু-নাবিকের ভিডিও নিয়ে তাদের সুস্থতা নিশ্চিত করি। প্রতিটি নিয়ম মেনে কাজ করা হয়েছে। জাহাজে ৬৫ জন জলদস্যু ছিল। শনিবার দিবাগত রাত ৩টার দিকে জাহাজের ক্যাপ্টেন আমাকে জানান জলদস্যুরা জাহাজ থেকে স্পিডবোটে করে নেমে গেছে।’

মুক্তিপণ প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ‘ক্ষমা চাচ্ছি। কোনো মুক্তিপণের বিষয়ে আমি আপনাদের কিছু বলতে পারবো না। সকলের সঙ্গে আমাদের এই বিষয় নিয়ে এগ্রিমেন্ট হয়েছে। আমি এগ্রিমেন্টের বাইরে যেতে পারবো না।’

মেহেরুল করীম বলেন, ১৩ বছর আগে আমাদের আরেকটি জাহাজ জাহান মনি জিম্মি হয়। তখন আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে জাহাজটি মুক্ত করতে সময় লেগেছিল। তবে তখনকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা দ্রুত এমভি আবদুল্লাহ মুক্ত করতে পেরেছি।’
সোমালিয়ার উপকূলে জাহাজটি যাওয়ার পরপরই জলদস্যুদের একজন কমান্ডার যোগাযোগ করেছে উল্লেখ করে মেহেরুল করিম বলেন, ‘একজন কমান্ডার যিনি ইংরেজি বলতে পারেন, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল জাহাজের নাবিকেরা সুস্থ আছেন কিনা তা নিশ্চিত করা। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল শিপিংয়ের সঙ্গে জড়িত, তাই প্রতিটি রুল আমাদের মেনে চলতে হয়। এমভি আব্দুল্লাহ’র বেলায়ও বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি। প্রতিদিন জুমে কথা বলে আপডেটগুলো জানাতে হতো।

তিনি বলেন, ‘আমরা জানতাম নাবিকেরা প্রতিদিন পরিবারের সঙ্গে কথা বলতো। তারপরও আমরা নাবিকেরা কেমন আছে, সেটির ভিডিও নিতাম জলদস্যুদের কাছ থেকে। সর্বশেষ দুইদিন আগে আমাদের মধ্যে সমঝোতা হয়। তারপর সবকিছু আইন মোতাবেক করে, জিম্মিদের ছাড়াতে সক্ষম হই।’

এদিকে এমভি আব্দুল্লাহ অপহরণে যুক্ত ৮ জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রোববার জাহাজটিকে মুক্তি দিয়ে উপকূলে যাওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য পান্টল্যান্ডের পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম গারোই।  
গারোইয়ের এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে ছেড়ে দেয়ার পরপরই ৮ জলদস্যুকে আটক করা হয়। তবে তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার হয়েছে কিনা তা জানা যায়নি।    

পান্টল্যান্ডের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, আটক ৮ জনই এমভি আব্দুল্লাহ অপহরণের সঙ্গে যুক্ত ছিলেন। প্রসঙ্গত, গত ১২ই মার্চ ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ঠা মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯শে মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

এর আগে, ২০১০ সালে একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহান মণি ছিনতাই হওয়ার তিন মাস পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছিল গ্রুপটি।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status