ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

যাত্রীর পায়ুপথ থেকে উদ্ধার ৭০ লাখ রুপির স্বর্ণ

মানবজমিন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

দুবাই থেকে ত্রিচি বিমানবন্দরে সফরকালে এক যাত্রীর পায়ুপথ থেকে উদ্ধার করা হয়েছে ৭০ লাখ রুপির স্বর্ণ। ওই যাত্রী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে করে ভারতে আসছিলেন। তাকে গ্রেপ্তার করে আরও তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, তামিলনাড়ুর তিরুচিরাপল্লী বিমানবন্দরে এ ঘটনা ধরা পড়ে। সেখানে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা ওই ব্যক্তির পায়ুপথ থেকে ৮৭৭ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণ উদ্ধার করেন। এর মূল্য ৭০ লাখ ৫৮ হাজার রুপি। কর্মকর্তারা বলেছেন, এই স্বর্ণ তিনটি প্যাকেটে করে বহন করা হচ্ছিল। পেস্টের মতো জিনিসপত্রের সঙ্গে তিনটি প্যাকেটে এর ওজন ছিল ১০৮১ গ্রাম। এর আগে গত মাসে একই বিমানবন্দরে একজন যাত্রীর কাছ থেকে ৪১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন কর্মকর্তারা।

বিজ্ঞাপন
এর মূল্য ২৬ লাখ ৬২ হাজার রুপি। ওই আরোহী সিঙ্গাপুর থেকে ভারতে এসেছিলেন।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status