ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বিশ্বে প্রথমবার যৌনকর্মীদের পেনশন, ইন্স্যুরেন্স দেয়ার আইন পাস করেছে বেলজিয়াম

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন

mzamin

বিশ্বে প্রথমবারের মতো পেনশন, ইন্স্যুরেন্স এবং মাতৃত্বকালীন ছুটি পাবেন যৌনকর্মীরা। এ জন্য বেলজিয়ামে নতুন একটি  আইন অনুমোদন হয়েছে। গত সপ্তাহের শুক্রবার দেশটির পার্লামেন্ট এই আইনকে অনুমোদন করেছে। এর পক্ষে পড়েছে ৯৩ ভোট। ভোটদানে অনুপস্থিত ছিলেন ৩৩জন। বিরুদ্ধে কোনো ভোট পড়েনি। এর আগে ২০২২ সালে স্বেচ্ছায় যৌনকর্মকে অপরাধ নয় বলে স্বীকৃতি দেয় বেলজিয়াম। ইউরোপের মধ্যে এমন অবস্থান নেয়া প্রথম দেশ তারা। টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে, এই আইনের অধীনে একজন যৌনকর্মী স্বাস্থ্য বিষয়ক ইন্স্যুরেন্ট, বেকারত্ব ও পারিবারিক ভাতা পাবেন। তিনি ছুটি পাবেন।

বিজ্ঞাপন
মাতৃত্বকালীন ছুটি পাবেন। এই আইনে যৌনকর্মীদের বেশ কিছু অধিকারও দেয়া হয়েছে। তাদেরকে নিয়োগকারীর অধীনে তিনি খদ্দের বা যৌনকর্মে অস্বীকৃতি জানাতে পারবেন। তাকে কাজ থেকে বিরত বা শাস্তির ভয় ছাড়াই যেকোনো সময় যৌনকর্মে বিঘ্ন ঘটানোর অধিকার পাবেন। এই আইনে যৌনকর্মী যদি ইচ্ছা করেন তাহলে তিনি শারীরিক সম্পর্কে মিলিত হতে পারেন। যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই তিনি চুক্তি ভঙ্গ করতে পারবেন। এতে তারা বেকরত্ব ভাতার অধিকার থেকে বঞ্চিত হবেন না। 

যৌনকর্মীরা যাতে অন্য কাজে যোগ দিতে পাবেন তা নিশ্চিত করতে এই আইনের অধীনে যৌনকর্মীর পরিচয় সুরক্ষিত রাখতে হবে। এই আইনে আরও বলা হয়েছে, ৬ মাসের মধ্যে যদি কোনো একজন খদ্দেরকে ১০ বারের বেশি একজন যৌনকর্মী প্রত্যাখ্যান করেন, তাহলে তাকে নিয়োগকারী হস্তক্ষেপের জন্য সরকারের সহায়তা চাইতে পারেন। কিন্তু তাকে বরখাস্ত করতে পারবেন না। এই আইনে আরও বলা হয়েছে, যে কক্ষে যৌন সম্পর্ক স্থাপন করা হয় সেখানে যৌনকর্মীর জন্য একটি এলার্ম বাটন থাকবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে এই আইন কোনো পর্নোগ্রাফিক অভিনেতা, অভিনেত্রী, কোনো স্ট্রিপার বা ওয়েবক্যাম পারফরমারের জন্য প্রযোজ্য নয়। বেলজিয়ামের যৌনকর্মীদের বেশ কিছু ইউনিয়ন নতুন এই আইনকে সমর্থন জানিয়েছেন। ইউটিএসওপিআই-এর মুখপাত্র ব্রাসেলস টাইমসকে বলেছেন, এই আইন অতীব গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে যৌনকর্মীদের সুরক্ষিত রাখার ব্যবস্থা হয়েছে। 

পাঠকের মতামত

আল্লাহর আদেশের বাহিরে কোন সিদ্ধান্ত নিলে তার শাস্তি দুনিয়াতে পেতে হবে এটাই বাস্তবতা।

Md Nurul Amin
১০ মে ২০২৪, শুক্রবার, ১০:৫৪ পূর্বাহ্ন

আমাদের পাপের ফসলের জন্য গজব অত্যাসন্ন

Emon
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৮ অপরাহ্ন

আল্লাহর শাস্তির জন প্রস্তুত থাক। আল্লাহর কোন আইনে এই ধরণের নিয়ম নাই । পরবর্তীতে সর্তকতার জন্য পৃথিবীর মানুষকে বিভিন্ন সময়ে অনেক বড় বড় শাস্তি দিয়ে ধবংস করে দিয়েছেন।

মোঃ আলী আজগর
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:০১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status