ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইসরাইলকে সাবধান করলেন জাতিসংঘ মহাসচিব

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৭ মে ২০২৪, মঙ্গলবার, ৮:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩১ অপরাহ্ন

mzamin

ইসরাইলকে সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। রাফায় হামলা ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করবে বলে সাবধান করেন তিনি। ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, ভুল করবেন না। রাফায় পূর্ণমাত্রায় যুদ্ধ চালালে নিরীহ মানুষের যাওয়ার আর কোনো জায়গা নেই। এক্ষেত্রে তিনি ইসরাইলকে আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দেন। বলেন, আন্তর্জাতিক আইনে নিরীহ মানুষের ওপর হামলা চালানোর বিধান নেই। এক্ষেত্রে তিনি হামাস ও ইসরাইল উভয় পক্ষের প্রতি আইন মেনে চলার আহ্বান জানান। ফিলিস্তিনবাসীর দুর্ভোগের ইতি ঘটাতে তিনি অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার গুরুত্ব তুলে ধরেন। 

ওদিকে রাফা এবং কারেম শালম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরাইল। এতে গাজাবাসী ভয়াবহ সংকটে। এসব কথা বলে গুতেরাঁ যুদ্ধে লিপ্ত সব পক্ষের প্রতি আহ্বান জানান একটি যুদ্ধবিরতিতে পৌঁছতে সম্ভাব্য সব কিছু করতে, আরও মৃত্যু রোধ করতে এবং ধ্বংসলীলা বন্ধ করতে।

বিজ্ঞাপন
তিনি রক্তপাত বন্ধের আহ্বান জানান। দাবি করেন জিম্মিদের মুক্তি, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে। বলেন, এখনও এই যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি হামাস মেনে নিয়েছে সোমবার। কিন্তু ইসরাইল তা উপেক্ষা করে রাফায় স্থল হামলা শুরু করেছে। এরপরই গুতেরাঁ শান্তির আহ্বান জানান। বলেন, এ অঞ্চলের এবং প্রকৃতপক্ষে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এই সুযোগ মিস করা যাবে না। রাফায় ইসরাইলের সেনাবাহিনীর নতুন করে সামরিক অভিযানে তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

পাঠকের মতামত

ইসরাইলকে আল্লাহ তায়াল কেন ধ্বংস করে দেয় না? নিরীহ ফিলিস্থিনিদেরকে এভাবে মেরে ফেলছে ইহুদী ইসরাইল। আল্লাহ কি দেখে না এই হত্যাযংগ?

Md Nurul Amin
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:১৯ অপরাহ্ন

চোরায় শোনে না ধর্মের কাহিনী। মাসের পর মাস অন্যায় ভাবে ইয়াহুদী আগ্রাসনের স্বীকার হয়ে জীবন দিয়েছেন ফিলিস্তিনের নিরীহ শিশু কিশোর বৃদ্ধ মা-বাবা সহ প্রায় ৩৫ হাজার লোক। বুঝিনা জাতী সঙ্ঘ কি ঐ দাজ্জালের কাছে অসহায়! তাঁরা কি শুধু তাঁদের রুটিন মাফিক বিবৃতিতেই আবদ্ধ থাকবে ? নাকি জালিম ইয়াহুদী বাদী ইসরায়েলের হাত থেকে বেঁচে যাওয়া ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে প্রকৃত কোনো ব্যবস্থা নিবে? হে আরশে আযীমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনি ফিলিস্তিনের উপর রহমত নাজিল করুন আমীন।

মু জি র বাদশাহ
৮ মে ২০২৪, বুধবার, ৪:৪৫ অপরাহ্ন

বিশ্ববাসী ইসরায়েলের আর কতো বাড়াবাড়ি দেখবে!!!

MD REZAUL KARIM
৮ মে ২০২৪, বুধবার, ৮:৪৪ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status