ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

‘সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে’

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

বিগত ১৫ বছর ধরে দেশের সাংবাদিকদের ওপর হামলা, মামলা, খুন ও নির্যাতন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ কারণে বর্তমান সরকারের সময়ে বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ পিছিয়ে ৪২ ধাপ। গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম)’র বার্ষিক সাধারণ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা নেই। প্রতিদিনই সাংবাদিকরা হামলা, মামলা ও মারধরের শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার কোনো বিচার নেই। এই অবস্থায় গণতন্ত্র, ন্যায়বিচার, ভোটাধিকার ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এ জন্য দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশে একদলীয় শাসন চলছে। আমি ডামি দিয়ে সরকার গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন
জনগণ এসবের জবাব দিতে প্রস্তুত।  এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের উপর হামলা-মামলা ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ বছরে ৭ জন সাংবাদিক খুন হয়েছে। একযুগেও সাগর-রুনি হত্যার বিচার হয়নি। রহস্যজনক কারণে এই হত্যাকাণ্ডের প্রতিবেদন পিছিয়েছে ১০৮ বার। মাহমুদুর রহমান, নোমানসহ অনেক সাংবাদিক ফ্যাসিবাদের কবলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেই সঙ্গে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালাকানুন ব্যবহার করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। ফলে দেশের সংকট, সীমান্ত হত্যা, ভোট ডাকাতি, লুটপাট, খুন-গুমের খবর এখন অধিকাংশ সংবাদ মাধ্যম তুলে ধরতে পারছে না। তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অচিরেই ডাক আসবে, লড়াই করতে হবে। দাসত্বের শৃঙ্খল আমাদের পরিয়ে রাখা যাবে না। সভায় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দপ্তর সম্পাদক আবু বকর, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। এতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status