ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেটে বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ মে ২০২৪, বুধবার

সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ৭ই জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচনে গঠিত ডামি সরকার আবারো উপজেলা নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করছে। বিএনপিসহ দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই বাকশালী সরকার নিজ দলের প্রার্থী দিয়ে ও কতিপয় দলছুট দালাল নেতাকর্মীকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনে এনে উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক হিসেবে দেখাতে চায়। তিনি গতকাল বিকালে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর বন্দরবাজার এলাকায় কথিত উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অনুষ্ঠিত পথসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়ে বন্দরবাজার এলাকার সকল বিভিন্ন বিপণিবিতান, পথচারী ও যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় মহানগর ও ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, আবুল কালাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা শেখ কবির আহমদ, রহিম মল্লিক, আক্তার রশিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে খায়রুল ইসলাম খায়ের, নাজিম উদ্দিন, তারেক আহমদ খান, লুৎফুর রহমান মোহন, রেজাউর রহমান রুজন প্রমুখ।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status