ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজার

হাওর ও সমতলে ভোটারদের অপেক্ষায় কর্মকর্তারা, চা বাগানের দৃশ্য অন্যরকম

ইমাদ উদ্ দীন, মৌলভীবাজার থেকে

(১ সপ্তাহ আগে) ৮ মে ২০২৪, বুধবার, ১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৩ পূর্বাহ্ন

mzamin

হাওর ও সমতল এলাকার ভোট কেন্দ্রগুলোতে ফাঁকা দৃশ্য। আর চা বাগান এলাকায় ভোটার ও উৎসুক জনতার উপচেপড়া ভিড়। কেন্দ্রের বাহিরে প্রার্থীর সমর্থক ও কর্মীদের প্রচণ্ড ভিড়। আর কেন্দ্রের ভেতরে ভোটারের লাইন একদমই ফাঁকা। সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে। 
ভোটের প্রচার প্রচারণার শুরু থেকেই ভোটারদের মাঝে যেমন আমেজহীনতার দৃশ্য ছিল লক্ষণীয়। তেমনি ভোটের দিনও মিলে এমন বাস্তবতা। জেলায় ৭টি উপজেলার মধ্যে ১ম ধাপে ভোট হচ্ছে ৩টিতে। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা। জেলার এই ৩টি উপজেলাই দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকির তীরে। ৩ উপজেলায় চা বাগান রয়েছে ৫৯টি।

বিজ্ঞাপন
আর চা বাগানের ভোটার সংখ্যা প্রায় ৯০ হাজার। এর মধ্যে কুলাউড়ায় রয়েছে ২৩টি চা বাগান আর ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার। জুড়ীতে ১৬টি, ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার। বড়লেখায় ২০টি, ভোটার সংখ্যা প্রায় ২২ হাজার।

হাওর নদী আর প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের ৩টি উপজেলায় ভোটের দিনে ব্যতিক্রম দৃশ্য কেবল চা বাগানে। চা বাগান এলাকার ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে নারী ও পুরুষ ভোটার উপস্থিতি ছিল কিছুটা চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ভোটের দিন চা শ্রমিকদের চায়ের পাতা সংগ্রহ করা বা ফ্যাক্টরি সচল রাখা হয়নি। ভোটের জন্য দেয়া হয়েছে ছুটি। ভোটের ছুটি পুরোপুরিই কাজে লাগাচ্ছেন চা শ্রমিকরা, এমনটি বলছেন তারা। চা বাগানের ভোটকেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের সারিবদ্ধ লাইনেই দেখা মিলে এমন বাস্তবতা। 


কুলাউড়ার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইফতেখার হোসেন ভূইঁয়া জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩৮ হাজার ২৭ জন।  সকাল সাড়ে ৮টার দিকে ভোট পড়ে প্রায় ১৫/২০টি। গাজীপুর চা বাগান বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৪৩১৯ জন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জ্যোতিষ কান্তি দাস জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভোট পড়ে ১৮৫ টি।  অন্যসব চা বাগানেই একই চিত্র। চা বাগানগুলোতে ভোটার লাইনে নারী ও পুরুষ ভোটারদের ভিড় ছিল লক্ষণীয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়েই ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। 

তবে স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টা পর্যন্ত ৩টি উপজেলার চা বাগান এলাকার ভোটকেন্দ্র ছাড়া অন্যান্য ভোটকেন্দ্রগুলোর বেশির ভাগই রয়েছে ফাঁকা। 


জুড়ী দক্ষিণ জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরেন্দ্র বিকাশ চক্রবর্তী জানান, ওই ভোট কেন্দ্রে মোট ভোটার ৪৭০১ জন। ১২টা পর্যন্ত ভোট পড়ে ৭০১টি। হাকালুকি হাওর তীরবর্তী জুড়ীর বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে মোট ভোটার ২৮৬০ জন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ১১টা ৪০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৪৫০টি। 

বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা) কেন্দ্রের মোট ভোটার ২৬১৮টি। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আরিফ খান জানান, সাড়ে ১১টা  পর্যন্ত ভোট পড়ে ২৪৬টি। হাওর ও সমতলের প্রতিটি কেন্দ্রে ভোটারদের অপেক্ষায় ভোটগ্রহণকারী কর্মকর্তারা। অলস সময় পার করতেও দেখা যায় কর্মকর্তাদের।

জেলার হাওড় পাড়ের ভোটকেন্দ্রগুলোর অধিকাংশই ১২টা পর্যন্ত ছিল অনেকটাই ভোটার শূন্য। ২ থেকে ৪ হাজার ভোটারের ভোটকেন্দ্রগুলোতেও শতাধিকেরও বেশি ভোট পড়েনি। এমন দৃশ্য ছিল দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর পাড়ের ভোটকেন্দ্রগুলোসহ সমতলের কেন্দ্রগুলোতে। 
জেলার ৩টি উপজেলায় ২টি পৌরসভা ও ২৮টি ইউনিয়ন। ৩ উপজেলা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ৪শ’ ৬৮ জন। মৌলভীবাজার ৩ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৪ জন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন প্রার্থীসহ মোট  ৩৪ জন প্রার্থী।  
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status