ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় আহত গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

শেষরক্ষা হলো না ছিনতাইকারীদের হাতে আহত গৃহবধূর। আশুলিয়ায় দুই সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হাত থেকে নিজের ভ্যানিটি ব্যাগ ও চেইন বাঁচাতে গিয়ে রিকশা থেকে সড়কে পড়ে জ্ঞান হারান এক গৃহবধূ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হলে টানা ৬দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে  চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হেরে গেছেন। মঙ্গলবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ আলী। 
সোমবার দিবাগত রাত ১টার দিকে মারা যান ওই গৃহবধূ। নিহতের নাম ববিতা আক্তার (৩৭)। তিনি আশুলিয়ার বাইপাইল মণ্ডলপাড়া মহল্লার নাদিম মণ্ডলের স্ত্রী। নিজের একটি কিডনি দিয়ে মৃত্যু পথযাত্রী স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন ববিতা। জানা যায়, ১৫ই এপ্রিল পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্তরাঁয় রাতে খেতে যান ববিতা। বাসায় ফেরার পথে পলাশবাড়ী এলাকার হাবিব পাম্পের কাছে পৌঁছলে মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ও গলার চেইন কেড়ে নেয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের টানা-হেঁচড়ায় চলতি রিকশা থেকে মহাসড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন
পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তার অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। 
টানা ৬ দিনের চেষ্টার পর সোমবার রাতে মারা যান ববিতা আক্তার। আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনার পর ববিতা আক্তারের দেবর মো. কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর ওসমান (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

পাঠকের মতামত

পরশপাথর আর পিচাশ- দুইটাই এই প্রতিবেদনে উঠে আসছে। যেহেতু স্রষ্টার সাথে আমাদের কথা হয় কাজের মাধ্যমে (আমি এমনই মনে করি)। একজন পরশপাথর স্রষ্টাকে স্পষ্ট ভাষায় বললো- আমাকে দেওয়া দুইটি থেকে আমি একটি কিডনি আমার স্বজাতি এক প্রাণীকে দিলাম। আর একদল পিচাশ স্রষ্টাকে স্পষ্ট ভাষায় বললো, আমি কিছু টাকা আর গয়নার জন্য (যেগুলোর উপর আমার হক নাই) আমার স্বজাতি এক প্রাণীকে ধ্বংস করে দিলাম। এতো বড় ঘটনার বিচার করার ক্ষমতা ন্যায় নীতি পরায়ন কোন দেশেরই নাই, সেখানে বাংলাদেশ তো নিজেই দূর্নীতিতে শীর্ষে বাড়িঘর করে স্থায়ীভাবে বসবাস করছে।

Showkat Ali
২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৮:২২ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status