ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক আওয়ামী লীগ নেতার সঙ্গে আরেক ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটির একপর্যায়ে দু’দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত রোববার সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়। 
আহতরা হলেন- নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শিমুল, জসিম, খোকন, শেখ সোহাগ, সোহেব, সায়েব আলী, মোতাব্বির হোসেন সোহাগ, মাসুক, রুবেল, খেলু, হেলন মিয়া, সারাজ মিয়া, লস্কর মিয়া, কাপ্তান, কামাল, আলমগীর, লিলু, সিরাজ, এমরান, আকল আলী, জুনায়েদ তালুকদার, নজরুল তালুকদার, রতন তালুকদার, শাহজাহান তালুকদারসহ অনেকেই।

এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, আগের দিনের ঝগড়া নিয়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ একে অন্যের ওপর ইটপাটকেল ও বিভিন্নরকম দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে প্রায় ৫০-৬০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status