ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিশ্বনাথে মেয়রের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান বর্তমান পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে এক কোটি টাকা আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও জালিয়াতি করে রেজ্যুলেশনসহ ১৭টি গুরুতর অভিযোগ উত্থাপন করে মেয়রকে অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলররা। গতকাল দুপুরে বিশ্বনাথ বাজারস্থ একটি হোটেলে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে কাউন্সিলর রফিক হাসান বলেন, পৌর মেয়র মুহিবুর রহমান ডেঙ্গু নিধন, গরুর হাটের উন্নয়ন, ময়লা আবর্জনা পরিষ্কার, গাড়ি মেরামতের নামে ভুয়া বিল ভাউচার করে কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন। পৌরসভার নামে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, এশিয়া ব্যাংকে বিপুল পরিমাণ টাকা জমা থাকলেও তিনি পৌর কর্মচারী জগন্নাথ সাহা, সাজেদুল হক, মোতালেব হোসেন, নাজির হোসেনসহ অন্য কর্মচারীর নামে ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে এসব টাকা আত্মসাৎ করেন। পৌরসভার যাবতীয় সম্পদ মেয়র অফিসে না রেখে নিজ বাসায় নিয়ে এসব সম্পদ আত্মসাৎ করেন। কিছুদিন আগে পৌরসভার অডিটে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ও টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়লেও বড় অঙ্কের টাকা ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেন। পৌরসভার অনেক উন্নয়ন কর্মকাণ্ড টেন্ডার আহ্বান না করে নিজ ইচ্ছায় ৫% হারে ঘুষ গ্রহণ করে নিজের পছন্দসই ব্যক্তিদের দিয়ে আত্মসাৎ করান। মেয়র কৌশলে কাউন্সিলরদের স্বাক্ষর নিয়ে ইচ্ছামতো রেজ্যুলেশন লিখেন। প্রতি কর্মচারীর নিকট থেকে ২-৩ লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছেন। তার বিরুদ্ধে পৌরসভার আইন-২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক অনাস্থা এনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের নিকট দাখিল করেন।

বিজ্ঞাপন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাউন্সিলররা জানান, তদন্তপূর্বক দুর্নীতিবাজ মুহিবুর রহমানকে অপসারণ করা না হলে তারা জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে মুহিবুর রহমানকে পৌর মেয়র থেকে বিতাড়িত করবেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহুর আলী, শামিম আহমদ, রাসনা বেগম, লাকি বেগম ও সাবিনা ইয়াসমিন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status