ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১৭ এপ্রিল ২০২৪, বুধবার

বরিশালের বাবুগঞ্জের মাধবপাশায় পাপমুক্তির জন্য পুণ্যস্নান উৎসব চলাকালে দুর্গাসাগরে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম মনদীপ মণ্ডল (১৮)। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার সাগর মণ্ডলের ছেলে। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে এইচএসসিতে অধ্যয়নরত ছিলেন মনদীপ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে দুর্গাসাগরে স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতি বছরই বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন। হিন্দু পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজা-অর্চনা ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পাপমুক্তির জন্য স্নান করেন। এ উৎসব সকাল থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
হিন্দু সমপ্রদায়ের প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন, জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবর্তে ঘেরা জীবন থেকে পাপমুক্তির বাসনায় হিন্দু পুণ্যার্থীরা প্রায় দুইশ’ বছর ধরে দুর্গাসাগরে স্নান উৎসবে যোগ দিয়ে থাকেন। এ উৎসবকে ঘিরে দুর্গাসাগর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার।
মৃতের বাবা জানিয়েছেন, পুণ্যস্নানের উদ্দেশ্যে নগরীর বাসা থেকে পরিবারের সবাই দুর্গাসাগরে যান। ১২টার দিকে তার ছেলে স্নান করতে নেমে ডুবে যাচ্ছিল।

বিজ্ঞাপন
এ সময় দ্রুত অন্য ভক্তরা তাকে উদ্ধার করে দুর্গাসাগরের ঘাটলায় নিয়ে আসে। সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার কনস্টেবল মো. হেমায়েত সাংবাদিকদের বলেন, ‘দুর্গাসাগর থেকে এক যুবককে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের সঙ্গে থাকা বাবা জানিয়েছেন, দুর্গাসাগরে পুণ্যস্নান করতে গিয়ে ডুবে মারা যায় তার ছেলে।’ এদিকে সকাল থেকে পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে দুর্গাসাগর। তারা দুর্গাসাগরের পাড়ে বটতলায় মোমবাতি প্রজ্বলন করেন। পূজা শেষ করে দীঘিতে স্নান করেন তারা।
স্নান করতে আসা প্রদীপা রায় জানান, বিগত বছরের পাপ থেকে মুক্তি এবং আগামী দিনগুলো যাতে সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারেন সেই অর্চনা করেছেন। প্রতি বছরই এভাবে পূজা-অর্চনা করে আসছেন তিনিসহ তার পরিবারের সদস্যরা।
পূজারী বিষ্ণু দাস জানান, প্রতি বছর পুণ্যস্নানের দিন তিনি দুর্গাসাগরে আসেন দেবীর ভক্তদের পূজা-অর্চনা করানোর জন্য। এ সময় ভক্তবৃন্দ খুশি হয়ে যা দেন তিনি তা গ্রহণ করেন। এতেই তার তৃপ্তি বলে জানান তিনি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status