ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন

ফেরির স্টাফদের গাফিলতি ১১ জন সাময়িক বরখাস্ত

রিপন আনসারী, মানিকগঞ্জ থেকে
১৭ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির  ঘটনায় প্রাথমিকভাবে বাল্কহেডকে দায়ী করা হলেও তদন্ত প্রতিবেদনে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। বাল্কহেডের ধাক্কায় নয় স্টাফদের গাফিলতি ও অবহেলায় পদ্মায় ফেরি রজনীগন্ধা ডুবির ঘটনা ঘটেছে। ফেরিডুবির  ঘটনার তিন মাসের মাথায়   তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।  এ ঘটনায় ১১ জনকে সাময়িক বরখাস্তসহ একজনকে চাকরি  থেকে অব্যাহতি দেয়া হয়েছে।   তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে রজনীগন্ধা ফেরিটির কোণাগুলোর বাউন্ডারি রেলিং এবং ডেকের নিচে হালের অংশ অন্য ফেরির সঙ্গে সংঘর্ষ বা পন্টুনে ভিড়ানোর সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ছিল। ফেরিটি পরিচালনার ক্ষেত্রে মাস্টারগণ সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তদন্ত প্রতিবেদনে ফেরির প্রায় সব স্টাফকে শাস্তির আওতায় আনার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ। 

সংস্থার চিফ পার্সোনাল ম্যানেজার মো. ফজলে রাব্বি স্বাক্ষরিত বরখাস্তের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিটি সার্বিক বিষয়টি তদন্ত করে দুর্ঘটনার কারণ হিসেবে ইনচার্জ মাস্টারের বিধি লঙ্ঘন এবং অন্যান্য কর্তব্যরত স্টাফদের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে ফেরিটি দুর্ঘটনায় পতিত হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করেছে। তাই এহেন আচরণ ও কার্যকলাপ চাকরি নিয়ম শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। তাই কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৮৯ এর ৪৬ (১) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বিধি মোতাবেক তারা খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন
যথাসময়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে। আরিচা ফেরি সেক্টরের ডিজিএম শাহ্‌ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, বিআইডব্লিউটিসির ওয়েবসাইট থেকে রজনীগন্ধা ফেরির স্টাফদের বরখাস্তের কপি সংগ্রহ করা হয়। 

তাদের গত ২৯শে ফেব্রুয়ারি বরখাস্ত করা হয়েছে। ৩রা মার্চ বরখাস্তের আদেশ বিআইডব্লিউটিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সাময়িক বরখাস্তকৃতরা হলেন- ফেরির সেকেন্ড মাস্টার মো. আঞ্জুমান, ইনল্যান্ড মাস্টার অফিসার মেহের আলী, লস্কর মো. মুরাদ, মানিক রায়, আরিফুর রহমান, মনির আহমেদ, গ্রিজার মামুন সিকদার, এনায়েত হোসেন, মাছুম শিকদার ও হুইল সুকানী সবুজ মিয়া। এ ছাড়াও শোকজ করা হয়েছে এজিএম (মেরিন) মো. আহম্মেদ আলীসহ কয়েকজনকে। এদিকে ফেরিটির অস্থায়ী গ্রিজার মামুন সিকদারকে  মিথ্যাচার ও  দায়িত্ব পালনে চরম গাফিলতির কারণে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাটুরিয়া প্রান্তিকে এজিএম (মেরিন) মো. আহাম্মদ আলীকে করা শোকজে বলা হয়েছে গত ১৭ই জানুয়ারি আনুমানিক সকাল ৮ ঘটিকায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা পাটুরিয়াস্থ ৫ নং ফেরিঘাটের সন্নিকটে দুর্ঘটনায় পতিত হয়ে ডুবে যায়। উক্ত দুর্ঘটনার কারণসহ দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিরূপণের লক্ষ্যে ৫  সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

 তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে ফেরিটির কোণাগুলোর বাউন্ডারি রেলিং এবং ডেকের নিচে হালের অংশ অন্য ফেরির সঙ্গে সংঘর্ষ বা পন্টুনে ভিড়ানোর সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  উক্ত রুটে ফেরিটি পরিচালনার ক্ষেত্রে মাস্টারগণ সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। ফেরিটি পরিচালনা, ইন্সপেকশন ও মেইনটেন্যান্সের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের মারাত্মক দায়িত্বহীনতা ও গাফিলতি রয়েছে। পাটুরিয়া অঞ্চলের নৌ-বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনি এর দায় এড়াতে পারেন না। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, রজনীগন্ধা ফেরির বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মীসহ দুর্ঘটনায় সময় ফেরিতে উপস্থিত ছিলেন না এমন ৪ জন ছাড়া বাকি সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছে। 

তিনি আরও জানান, ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে এজন্য কর্তৃপক্ষের নির্দেশে অনেকগুলো নতুন পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে ছেড়ে যাওয়ার আগেই প্রতিটি ফেরির পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। যাত্রী ও পরিবহন ধারণক্ষমতা ফেরির সামনে লিখে রাখা হচ্ছে। বেশ কয়েকটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই নির্দেশনাগুলো প্রতি ট্রিপেই পালন করা হচ্ছে। কমিটি গঠন করা হয়েছে।  গত ১৭ই জানুয়ারি মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে পদ্মা নদীতে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় ‘রজনীগন্ধা’ নামে ইউটিলিটি ফেরি। এতে প্রাণ হারান ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবীর। ৮ দিনের মাথায় ফেরিটি উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। ফেরিডুবির সময় ফেরি সেক্টরের চেয়ারম্যান বলেছিলেন বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে! উদ্ধারের পর ফেরিটি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিআইডব্লিউটিসি ও মানিকগঞ্জ জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে। কয়েক দফা সময় বাড়িয়ে তারা তদন্ত প্রতিবেদন জমা দেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status