ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

জিম্বাবুয়ে সিরিজে নয় মোস্তাফিজকে আইপিএলে দেখতে চান আকরাম

স্পোর্টস রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

দেশের অন্যতম সেরা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজে নয়, বরং আইপিএলে পুরোটা সময় দেখতে চান সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন মোস্তাফিজ। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারির তালিকায় তিন নম্বরে আছেন তিনি। আর আকরাম খান বলেন, ‘সত্যি কথা বলতে, সে চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে, ব্যক্তিগতভাবে লাভবান হবে, তার সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। কারণ, জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে সেখানে খেললে অনেক কিছু শিখতে পারবে। ড্রেসিংরুমের ব্যাপার আছে, বড় খেলোয়াড়দের সঙ্গে খেলবে। সেখানকার মান ভালো, বিভিন্ন উইকেট, বিভিন্ন মানের খেলোয়াড়ের সঙ্গে খেলবে। আমার মনে হয়, ওর সুযোগ পাওয়া উচিত।’
৩রা মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ২৬শে এপ্রিল এই ভেন্যুতেই শুরু হবে টাইগারদের ক্যাম্প। তবে ক্যাম্পের শুরু থেকে থাকছেন না পেসার মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন
গুঞ্জন ছিল চেন্নাইয়ের হয়ে পুরো আসর না খেলেই তাকে দেশে ফিরতে হবে। তবে একদিন বাড়ানো হয়েছে তার ছাড়পত্রের (এসওসি) মেয়াদ। ১লা মে চেন্নাইয়ের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরবেন তিনি। এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মোস্তাফিজ যেহেতু টি-টোয়েন্টি খেলছে তাই তার আলাদা করে ক্যাম্পে প্রস্তুতির কিছু নেই। ওকে দেয়া ছুটির মেয়াদ শেষ করেই দেশে ফিরবে।’ ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয়টিতে এই পেসারকে দেখা যেতে পারে। সূচি অনুসারে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম তিন ম্যাচ, বাকি দুটি ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। 
গেল এক বছর ধরেই ফর্ম হারিয়ে ভুগছেন মোস্তাফিজ। সবশেষ দেশের মাটিতে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও তার পারফরম্যান্স ছিল হতাশ করা। তবে আইপিএলে তাকে দেখা গেছে দারুণ ফর্মে। কাটার মাস্টার চেন্নাইয়ের বোলিং আক্রমের প্রাণ হয়ে উঠেছেন। নিজের প্রথম ম্যাচেই তিনি হন ম্যাচ সেরা। আর এই কারণেই বিশ্বকাপের আগে তার ফর্ম নিয়ে চিন্তাটাও উধাও হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের মন থেকে। এই বিষয়ে আকরাম বলেন, ‘মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কারণ, সে গত এক বছর ধরে ধুঁকছিল। আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকেই যাচ্ছে, একদম যে ভালো হচ্ছে, তা না। যেহেতু সে লঙ্গার ভার্সনে খেলে না, আইপিএলে গিয়ে যদি এ রকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা বেশি লাভবান হব। এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। তারপরও এটা নির্ভর করছে কোচিং স্টাফ, নির্বাচকদের চিন্তা-ভাবনার ওপর। কিন্তু সে যে ভালো করছে, এটা বাংলাদেশের জন্য ভালো।’ 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status