ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

আবারো ব্যাটিং ব্যর্থতায় হার বাংলাদেশের

নিঃসঙ্গ লড়াই জ্যোতির

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

আরও একবার ব্যাটিং ব্যর্থতা, বাংলাদেশের আরও একটি হার। বাংলাদেশ-ভারতের গতকালকের ম্যাচের জন্য এটাই আদর্শ শিরোনাম। এদিনও ব্যাটাররা ব্যর্থ হলেন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একা লড়লেন! তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে টাইগ্রেসরা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৪ রানে হারে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৪৫ রান করে ভারত। জবাবে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১০১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলাররা অতিরিক্ত খাতে কোনো রান দেননি। এ নিয়ে চতুর্থবার ২০ ওভার বোলিং করেও কোনো অতিরিক্ত রান দেয়নি বাংলাদেশ। রান তাড়া করতে নেমে কখনোই জয়ের পথে ছিল না বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের মতো এবারও টাইগ্রেসদের টপ অর্ডার মুখ থুবড়ে পড়ে।

বিজ্ঞাপন
৬.১ ওভারের মধ্যে ৩০ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও যোগ্য সঙ্গী পাননি। উইকেটে যতক্ষণ ছিলেন সিঙ্গেল বের করতেও অস্বস্তিতে ছিলেন দলের বাকি ব্যাটাররা। 

১২০ বলের ইনিংসে ৬৭ বলেই কোনো রান নিতে পারেননি টাইগ্রেস ব্যাটাররা। ১০ জন  ব্যাটিং করেছেন, যেখানে ৭জনই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি।  পঞ্চম উইকেট জুটিতে স্বর্ণা আক্তারকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন জ্যোতি। তাদের জুটির স্থায়ীত্ব ছিল ৩২ রান। ১৮ বল খেলে মাত্র ১১ রান করেন স্বর্ণা। একপ্রান্ত থেকে ব্যাটারদের একের পর এক ডটবল জ্যোতিকেও আটকে রাখে খোলসের মধ্যে। তবে তিনি উইকেটে আকড়ে থেকে রানের চাকা সচল রাখেন। স্বর্ণা, রাবেয়া, নাহিদারা অধিনায়ককে একটু সঙ্গ দিলেও অতিরিক্ত ডটবল জ্যোতি আর দলের প্রতি শুধু চাপই বাড়িয়েছে। ১৯তম ওভারে ৪৫ বলে ফিফটি পূর্ণ করেন জ্যোতি, যদিও তখনো বাংলাদেশের দলীয় স্কোর ১০০-ই হয়নি। 

শেষ ওভারে ভারতীয় পেসার পূজা বস্ত্রকরকে আড়াআড়ি খেলার চেষ্টায় বোল্ড হন জ্যোতি। তার আগে করেন ৪৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান। এর আগে ব্যাটিংয়ে ভারত মাঝের ওভারগুলোতে দাপট দেখালেও এর আগে-পরে বাংলাদেশ বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে রাখেন তাদের। দ্বিতীয় উইকেট জুটিতে ইয়াস্তিকা ভাটিয়ার সঙ্গে ৩১ বলে ৪৩ রানের জুটি গড়েন শেফালি ভার্মা। ২২ বলে ৩১ রান করা শেফালিকে ফেরান রাবেয়া খান। এরপর ইয়াস্তিকার সঙ্গে অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৩৩ বলে ৪৫ রানের আরেকটি জুটি হয়। ২ রানের মধ্যে দুজনই ফিরলে ম্যাচে ফেরে টাইগ্রেসরা। ফাহিমার বলে এলবিডব্লু হন ২২ বলে ৩০ রান করা হারমানপ্রীত আর ২৯ বলে ৩৬ রান করা ইয়াস্তিকাকে ফেরান রাবেয়া। শেষদিকে আর বড় কোনো জুটি না হলে ১৪৫ রানে থামে ভারতের ইনিংস। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ৩টি ও মারুফা আক্তার নেন ২ উইকেট।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status