ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ভারতের বিপক্ষে বল হাতে দ্যুতি ছড়ালেন রাবেয়া-মারুফা

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

৪ ওভারে ২৩ রান, ৩ উইকেট, টি-টোয়েন্টিতে একজন বোলারের জন্য দুর্দান্ত স্পেল। তবে তার বোলিংয়ের ইম্প্যাক্ট ছিল আরও তাৎপর্যপূর্ণ। যখনই ভারত বড় জুটি গড়েছে, তখনই সেটা ভেঙে দিয়েছেন তিনি। আর শেষদিকে ভারতকে ১৫০ এর মধ্যে আটকাতে ভূমিকা রাখেন পেসার মারুফা আক্তার। দুজনেই কাল টাইগ্রেসদের সেরা বোলার।  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল ইনিংসের তৃতীয় ওভারে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা । তবে এরপর আরেক ওপেনার শেফালি ভার্মা ও ইয়াস্তিকা ভাটিয়া শুরুর ধাক্কা সামলে রানের গতি বাড়াতে থাকেন। নারী ক্রিকেটে বিধ্বংসী ওপেনার হিসেবে পরিচিত শেফালি ততক্ষণে আগ্রাসী হওয়া শুরু করেছেন। বল হাতে প্রথম ওভারেই তাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন রাবেয়া। তাকে উড়িয়ে মারতে গিয়ে মুর্শিদা খাতুনের হাতে ধরা পড়েন শেফালি।

বিজ্ঞাপন
প্রথম ওভারে শেফালির উইকেট নিয়ে রাবেয়া খরচ করেন মাত্র ৩ রান। পরের ওভার একটু খরুচে, দুই চারে দেন ১৩ রান। এরপর আরেক ব্যাটার ইয়াস্তিকাও ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠেন।

 ইনিংসের ১৫তম ওভারে আক্রমণে ফিরে তাকেও ফেরান রাবেয়া। এবারও ক্যাচ ধরেন মুর্শিদা। এই দুজনকে রাবেয়া না ফেরালে ভারত হয়তো আরও বড় সংগ্রহ গড়তে পারতো। ওই ওভারে দেন মাত্র ৩ রান। ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে ভারতের অভিষিক্ত সাজানাও ফেরেন রাবেয়ার শিকার হয়ে। সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট। এর মধ্যে দুটিই ম্যাচের গতিপথ বদলে দেওয়া উইকেট। অন্যদিকে মারুফা আক্তার গতকাল নিজের কোটার ৪ ওভার করার সুযোগ পাননি। ৩ ওভার হাত ঘুরিয়ে ১৩ রান খরচায় নেন ২ উইকেট। দুটি উইকেটই আসে ইনিংসের শেষ ওভারে। ইনিংসের প্রথম ওভারে বোলিং করা মারুফার শুরুটা এদিন ভালো হয়নি। দুই চারে দেন ৯ রান। পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে ফিরে নিজেকে গুছিয়ে নেন মারুফা। ওই ওভারে খরচ করেন মাত্র ২ রান। অবশ্য এই ওভারে উইকেটের দেখাও পেতে পারতেন। কিন্তু ওভারের শেষ বলে লং অনে শেফালি বর্মার ক্যাচ ফেলেন সুলতানা। এরপর আবার ইনিংসের শেষ ওভারে তাকে আক্রমণে আনেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ ৩ বলের মধ্যে রিচা ও পূজা বস্ত্রকরের উইকেট নেন এই ডানহাতি পেসার। এতে করে ভারতকে ১৫০ রানের মধ্যে আটকে রাখে টাইগ্রেসরা।

পাঠকের মতামত

এতে কোনো কাজ হয়নি। বাংলাদেশ হেরেছে। ১৪৬ রান করতে পারেনি। ১০৮ করেছে।

Mortuza Huq
২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:২৯ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status