ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

শিক্ষামন্ত্রীকে নিয়ে কটূক্তি, নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৭:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

mzamin

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবীর এই আদেশ দেন। বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ এনে করা মামলায় শুনানি শেষে সোমবার বিজ্ঞ আদালত আসামি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ই জুন মামলাটি দায়ের করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। মামলা সূত্রে জানা যায়,  ২০২২ সালের ১লা জুন নূর একটি পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে ‘কটূক্তি’ করেন এবং ফেসবুকে পোস্ট করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে সমগ্র বাংলাদেশসহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে।
আদালত মামলাটি শুনানি শেষে গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চট্টগ্রাম মেট্রো ও জেলাকে তদন্তের জন্য নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চলতি বছরের ৬ই ফেব্রুয়ারি প্রতিবেদন আদালতে দাখিল করেন।
 

পাঠকের মতামত

এর আগেও জনাব নূর বিচারক গন কে একবার কটূক্তি করে পরে আদালতে যেয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে এসেছেন। ইনারা কটুক্তি করেন আবার নিঃশর্ত ক্ষমা ও প্রাথনা করেন। কেন কটূক্তি করেন আবার কেন ক্ষমা প্রাথনা করেন, পুরা ব্যাপারটাই বোধগম্য নয়। "যা বলেছি সত্য বলেছি"- এই সাহস না থাকলে সস্তা বাহবা পাবার জন্য কোন উক্তিই করা উচিৎ নয়।

শামীম
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:৩৭ অপরাহ্ন

কটাক্ষ অপরাধটা আসলে কি?

Sarwar
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৮:০১ পূর্বাহ্ন

নিছক মন্তব্য / তথাকথিত কটূক্তির জন্য গ্রেফতারী পরোয়ানা কারো বিরুদ্ধে? এর চেয়ে কুরুচিপূর্ণ আর কী হতে পারে?

Enamul Kabir Sarker
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৭:৪৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status