ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদ

ডাউনিং স্ট্রিটের ঈদ উদযাপন বয়কটের ঘোষণা

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(২ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৮ অপরাহ্ন

mzamin

ইসরায়েলকে সমর্থন করায় ডাউনিং স্ট্রিটের ঈদ উদ্‌যাপন বয়কট করবেন কিছু কনজারভেটিভ রাজনীতিবিদ পাশাপাশি ব্যবসায়িক ও দাতব্য সংস্থার নেতারা। প্রধানমন্ত্রী ঋষি সুনাক আয়োজিত বার্ষিক অনুষ্ঠানটি সোমবার ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে ঈদ উদ্‌যাপন অনুষ্ঠানে কিছু আমন্ত্রিত ব্যক্তি যাবেন না। 

বিবিসি সূত্র বলছে  ব্যারনেস ওয়ার্সি একজন কনজারভেটিভ রাজনীতিবিদদের মধ্যে অন্তত দুইজন টোরি এমপিসহ অনুষ্ঠানটি বয়কট করার পরিকল্পনা করছেন। ডাউনিং স্ট্রিটের সূত্রগুলি ব্যক্তিগতভাবে সংবর্ধনা বয়কট করতে পারে এমন লোকের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

নেতৃস্থানীয় ব্যবসায়ী এবং দাতব্য তহবিল সংগ্রহকারী আসিফ আনসারি এক  বিবৃতিতে বলেছেন একজন মুসলিম হিসাবে, আমি মনে করি মুসলিম সম্প্রদায়ের জন্য ব্রিটিশ সরকারের সাথে সুসম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বছর ব্রিটিশ সরকার যে অবস্থান নিচ্ছে তাতে আমি  খুব দৃঢ়ভাবে অনুভব করছি। তারা ইসরায়েলকে সমর্থন করছে যারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত, তারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত, নারী ও শিশুদের পানি ও খাদ্য বঞ্চিত করা অনেককে অনাহারে ফেলেছে এবং শেষ পর্যন্ত, তিন ব্রিটিশ সাহায্য কর্মীকে হত্যা করেছে। লর্ড ক্যামেরন বলেছেন যুক্তরাজ্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে এটি একটি পরম রেড লাইন।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় সাতজন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি নিয়ে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হন। সে সময় তিনি বলেছিলেন যে যুক্তরাজ্যের একটি “খুব সতর্ক” অস্ত্র লাইসেন্সের ব্যবস্থা রয়েছে এবং পররাষ্ট্র সচিব লর্ড ক্যামেরন পরে নিশ্চিত করেছেন যে ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি স্থগিত করা হবে না।
 

বিজ্ঞাপন

পাঠকের মতামত

এই যে এখানে তিনি বলেছেন যুক্তরাজ্যের কাছে খুব সতর্ক একটি অস্ত্র লাইসেন্স আছে তাহলে খুব সতর্ক অস্ত্র আছেন্সের মানে হচ্ছে গণহত্যা রেড ক্রিসেন্টদের কর্মী হত্যা নারী ও শিশু হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের মত যত অপরাধ তারা করবে সমস্ত অপরাধের সমর্থন দিবে এই সতর্ক লাইসেন্স এক কথায় এক বাক্যে ইসরাইল যত অপকর্ম ও মানবাধিকার লংঘন তথা সমস্ত রাজনৈতিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে সমস্ত লঙ্ঘনের সমর্থন করবে এই খুব সতর্ক লাইসেন্স

নাম বিহীন ব্যবহারকার
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:১৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status