ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা নিয়ে সার্ভেয়ারদের সতর্ক করলেন নৌ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৮ অপরাহ্ন

mzamin

ঈদের দিন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে রশি ছিঁড়ে লঞ্চ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় বিআইডব্লিউটিএ'র সার্ভেয়ারদের দুর্বলতা থাকলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এই জায়গাটায় খুবই শক্ত অবস্থানে আছি। যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে তাদের রুট পারমিট বাতিল করা হয়েছে। আমাদের সার্ভেয়ারদের কোনো দুর্বলতা যদি থাকে তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনা হবে। এদিকে ঈদের দিন এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ রশি দিয়ে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে এমভি ফারহান-৬ নামের আরেকটি লঞ্চ ঢোকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়।

বিজ্ঞাপন
ওই রশির আঘাতে সদরঘাট টার্মিনালের পন্টুনে থাকা পাঁচ যাত্রী প্রাণ হারান। কেউ কেউ পাশে থাকা লঞ্চের সঙ্গে বাড়িও খান। ওই ঘটনায় মামলা হওয়ার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে তিন দিন রিমান্ডে পাঠায় আদালত। 

প্রতিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ নৌপথে যতগুলো ঘটনা ঘটেছে, সেটা সদরঘাট হোক, ভোলায় হোক, চাঁদপুরে হোক, বরিশালে হোক, মাঝ নদীতেই হোক না কেন- প্রত্যেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের দিন আমরা উৎসবমুখর আবহে ছিলাম। সেখানে এ ধরনের একটি ঘটনা ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। আপনারা জানেন, জাহাজের সঙ্গে যুক্ত ছিল অনেকে কিন্তু পালিয়ে গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে, বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অনেক সময় অনেক গতি নিয়ে লঞ্চ সদরঘাটে ভেড়ে। এটা সব লঞ্চ করে, ব্যাপারটা তা নয়। বিশেষ বিশেষ কিছু লঞ্চ করে, শক্তিশালী কোনো মালিক থাকলে তাহলে এটা করে। আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারা মনে করেন এটার সঙ্গে মন্ত্রী বাহাদুর যুক্ত আছেন বা অন্য কেউ যুক্ত আছেন, তখন তার সঙ্গে স্টাফরা এই ধরনের আচরণ করে। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বলা হচ্ছে, অভিযুক্ত একটি লঞ্চের মালিক একজন এমপি- এ বিষয়ে জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, তদন্তে সেটা বেরিয়ে আসবে। কার নামে রেজিস্ট্রেশন করা আছে। এক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স।
 

পাঠকের মতামত

যত গর্জে তত বর্ষে না । জবাবদিহিতা ও দায়িত্ব অবহেলার জন্য শাস্তি দিলে দেশে দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেত। দেখা যাক এবার বর্ষে কি না ?

Kazi
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:৩২ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status