ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সুপ্রিম কোর্টে আপাতত রেহাই পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৭ অপরাহ্ন

mzamin

আবগারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গ্রেপ্তারি বেআইনি, এমন দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই মামলার শুনানিতে আপ প্রধানের আবেদনের ভিত্তিতে আজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। এর পরেই তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন কেজরি। গত ৯ এপ্রিল সেই মামলার শুনানিতে রায় দানের সময় দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, কেজরির গ্রেপ্তারি বেআইনিভাবে হয়নি।  দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবে দেখিয়ে ইডি আদালতে জানায়, কেজরির  বিরুদ্ধে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে।  আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি বলে আদালতে জানিয়েছিল ইডি। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির দাবি ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীকে যখন গ্রেপ্তার করা হয়, তখন আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ ছিল। তাই তার গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন কেজরিওয়াল।

বিজ্ঞাপন
যদিও এর আগে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, তা ‘ধোপে টিকছে না’ ।  দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরেই আপ প্রধান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কেজরির পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ১০ এপ্রিল সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু তা খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।  এরপর সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানি হয়। পিটিশনে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নোটিশ জারি করেছে এবং ২৪ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলেছে। পরবর্তী শুনানি ২৯ এপ্রিল।  তবে আপাতত জেলবন্দি থাকতে হবে  কেজরিওয়ালকে ।

সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status