ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মালয়েশিয়া প্রবাসীর লাশ গ্রহণে আগ্রহ নেই স্বজনদের

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(২ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

mzamin

স্বজনদের অনাগ্রহের কারণে মালেয়শিয়া প্রবাসীর লাশ পাঠাতে পারছে না মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। জানা গেছে, মালেয়শিয়া প্রবাসী মো. আবদুল সোবহান (৪৯) নামে একটি লাশ ১৭ মার্চ থেকে মর্গে পড়ে আছে। হাতে লেখা পাসপোর্ট এর কারণে তার পুরো পরিচয় শনাক্ত করতে পারেনি বাংলাদেশ হাই-কমিশন। সংবাদপত্রে প্রচারের পর তখন তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাস জানিয়েছেন, তার মেয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিভাবে লাশ তারা বুঝে নিবে সে বিষয়ে তাদের জানানো হলে, তারা তেমন আগ্রহ বোধ করেনি। তার মেয়ে জানায়, তার ভাইয়ের ‍সঙ্গে কথা বলে তার পরিবার জানাবে কিভাবে তারা লাশ গ্রহণ করবে।

পরবর্তীতে হাইকমিশন থেকে কয়েকবার তাদের ফোন দেওয়া হলেও তারা তখন থেকে ফোন রিসিভ করছে না।

হাইকমিশন বলছে, তার পরিবার যদি লাশ গ্রহণ করতে চায় তাহলে তাকে অফিসিয়ালিভাবে হাইকমিশনের তত্ত্বাবধায়নে তার লাশ তার পরিবারের হাতে তুলে দেয়া হবে। অন্যথায়, মালেয়শিয়ার  আইন অনুযায়ী তাকে মালেয়শিয়ায় দাফন করা হবে।

মানবজমিনের তরফে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে ফোন নম্বরটি ভুল বলে জানায় সেই নম্বর থেকে।

এ বিষয়ে সংবাদ প্রকাশের আগে মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল মর্গে গত ১৭ মার্চ থেকে পড়েছিল বাংলাদেশি প্রবাসীর এই লাশটি। তখন নাম-পরিচয় বিস্তারিত না পাওয়ায় তার লাশ পাঠানোর কোনো সু-ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, স্ট্রোকজনিত কারণে মো. আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

"কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়"। ~ শেখ সাদী। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা আদায় করো। (সুরা আরাফ : ১০)। তিনিই (আল্লাহ) তোমাদের কান, চোখ ও মন দিয়েছেন (অথচ) তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। (সুরা মুমিনুন : ৭৮)।

শামীম
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৫ পূর্বাহ্ন

হায়রে এই দুনিয়ার মানুশ, একদিন হতে পারে তোর অবস্তান একই জায়গায়, এই মৃত বাক্তি কি পরিবারের জন্য কি কিছুই করেন নাই, অবশ্যই করেছেন, মানুষ বড়ই স্বার্থপর , আমমানুষ গুলু দেক্তে মানুসের মত

বিপ্লব
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ২:৩৮ অপরাহ্ন

আমরা এই বিষয়টিতে মানবজমিনের কাছে একটি investigate report আশা করছি।

Enamul Kabir Sarker
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৭:৫৫ অপরাহ্ন

এই যে দুনিয়া ভাই মানুষ আর মানুষ নাই,, টাকা আর টাকা চাই। উনি মনে টাকা তেমন পাঠাতে পারেন নাই তাই স্বজনদের কাছে উনার মৃত্যু দেহের কদর নেই।

নূর মোহাম্মদ এরফান
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:২৪ অপরাহ্ন

What a pathetic. This man sacrificed his life for his family, now he become useless. ALLAH(AWT) gave him Jannah and his family will regret the rest of their life.

NA
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:১৫ অপরাহ্ন

আহ্! হায়রে জীবন! পৃথিবীতে আপন বলে কিছুই নেই।

মোঃ জাহাঙ্গীর আলম
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:০৫ অপরাহ্ন

আমার সন্দেহ হয়, বাংলাদেশ হাইকোমিশন লাশ পাঠানোর খরচ এর ব্যাপারে কি বলছে????

M hossain
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:০৪ অপরাহ্ন

মানুষ আজ মানুষ নাই । প্রবাসি ভাইয়েরা সাবধান হোন। আল্লাহ ছাড়া সাহায্য কারী কেউ নাই ।

জহিরুল ইসলাম
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:৪৭ অপরাহ্ন

মানুষ আজ মানুষ নাই । প্রবাসি ভাইয়েরা সাবধান হোন। আল্লাহ ছাড়া সাহায্য কারী কেউ নাই ।

জহিরুল ইসলাম
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:৪৫ অপরাহ্ন

মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষ হওয়া।

বিপ্লব
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:২৭ অপরাহ্ন

The land is cursed by two words ‘illiterate and poverty’!

cursed!
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:২০ অপরাহ্ন

আহারে প্রবাসী পরিবারের সদস্যরা শুধু সুবিধা নিতেই জানে।

Alamin Amin
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:১৯ অপরাহ্ন

আহ!এই লোকটা এককালে বাড়ি যাওয়ার সময় কতর কত আবদার পুরণ করেছে।

রাশিদ
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৪:৩৭ অপরাহ্ন

হায়রে জীবন! প্রবাসী টাকা ভালো লাগে কিন্তু লাশ নিতে ভালো লাগে না। আমরা কার জন্য এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি!

মোঃ মাহবুবুর রহমান
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৩:৪৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status