ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মুক্তিপণ দিয়ে নাবিকদের উদ্ধারের তথ্য সরকারের কাছে নেই: নৌ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১৪ এপ্রিল ২০২৪, রবিবার, ২:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৮ অপরাহ্ন

mzamin

সোমালিয়ান জলদস্যুদের মুক্তিপণ দিয়ে নাবিকদের উদ্ধারের তথ্য সরকারের কাছে নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। তিনি বলেছেন, গতকাল নাবিকরা মুক্ত হওয়ার সময় জলদস্যুরা নিরাপত্তার জন্য কয়েকজন নাবিককে জাহাজ থেকে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সরকারের দৃঢ়তা নাবিকদের নিরাপদ রেখেছে। আমার ধারণা, নাবিকদের দেশে ফিরতে ২০ দিনের মত  সময় লাগতে পারে। রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টু রোডে বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, এতো কম সময়ে জলদস্যুদের থেকে জিম্মি মুক্তির ঘটনা নজিরবিহীন। নাবিকদের সবাই সুস্থ আছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। দেশের পতাকাবাহী জাহাজ যেখানে যায়, সেটি আমরা অবগত থাকি। তিনি বলেন, জাহাজ দখলে নেয়ার সময় ২০ জন জলদস্যু ছিল। যখন তারা জাহাজ ছেড়ে যায় তখন ৬০ জন জলদস্যু ছিল।

বিজ্ঞাপন
তারা জাহাজ ত্যাগের সময় নিরাপত্তার জন্য ৫-৬ জন নাবিককে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সরকারের দৃঢ়তায় নাবিকদের মুক্ত রাখা সম্ভব হয়েছে। জিম্মি নাবিক উদ্ধারে ডিপার্টমেন্ট অফ শিপিং এত ইমেইল চালাচালি করেছে যে, সেটা প্রিন্ট করলে বাস্কেট (ব্যাগ) ভর্তি হয়ে যাবে। 
প্রতিমন্ত্রী বলেন, মুক্ত নাবিকরা কবে নাগাদ দেশে ফিরবে-সেটা এখন বলা কঠিন। কারণ হল চুক্তিবদ্ধ নাবিকরা জাহাজ থেকে নামতে চাইলে সেটা মালিকের সঙ্গে ফের চুক্তিবদ্ধ হতে হবে, জাহাজে কবে নাগাদ কোথা থেকে  রিপ্লেস হবে, নাকি এরাই তাদের চুক্তিবদ্ধ সময় অনুযায়ী ডিউটি করে পরিবারের কাছে আসবে, এটা মালিক ও নাবিকদের ব্যাপার।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status