ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ছেলেকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে বাবা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

কিশোর গ্যাংয়ের হাত থেকে স্কুল শিক্ষার্থীকে বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন আলী রেজা। এতে ক্ষুব্ধ হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা রেজাকে মারধর করে। খবর পেয়ে তার বাবা কোরবান আলী (৬০) ঘটনাস্থলে ছুটে আসেন। ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি বেপরোয়া কিশোর গ্যাং সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে মারাত্বকভাবে আহত হন। পেশায় দন্ত চিকিৎসক কোরবান আলী এখন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্ট আছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার চট্টগ্রাম নগরীর আকবর শাহ্‌ থানার পশ্চিম ফিরোজ শাহ্‌ কলোনি এলাকায়। 
আলী রেজা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি নগরীর একটি মাদ্রাসায় ফাজিলে পড়েন। শুক্রবার বিকালে আকবর শাহ্‌ থানার পশ্চিম ফিরোজ শাহ্‌ হাউজিং এলাকার জে লাইন দিয়ে যাচ্ছিলেন। তখন দু’জন স্কুলছাত্র তার সাহায্য চায়। তাদের কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। পরে তিনি ৯৯৯-এ কল দেন।

বিজ্ঞাপন
পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যায় ইফতার কিনতে বের হন আলী রেজা। তখন তাকে পেয়ে মারধর করতে থাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন তার বাবা। একপর্যায়ে কিশোর গ্যাং সদস্যদের ইটের আঘাতে তার বাবা মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আলী রেজা বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা সবাই যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী। তাদের সঙ্গে তার কোনো পূর্ব শত্রুতা নেই। 
ঘটনায় পরদিন গত শনিবার আলী রেজা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ্‌ থানায় মামলা করেন। এতে আসামি হিসেবে মো. সামির, মো. রিয়াদ, সোহেল ওরফে বগা সোহেল, মো. আকিব, মো. অপূর্ব, মো. নিশান, মো. রাজু, মো. সাগর, মো. বাবু, মো. রাজু, মো. সংগ্রাম ও মো. সাফায়েতসহ ১২ জনের নাম উল্লেখ করেন। এ ছাড়া আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়। এলাকায় তারা স্থানীয় যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী হিসেবে পরিচিত। আকবর শাহ্‌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, নামকরা একটি স্কুলের দুই ছাত্র আলী রেজার সাহায্য চান। তাদের বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তিনি। আর তাকে বাঁচাতে এসে তার বাবাও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

পাঠকের মতামত

কিশোর গ্যাং রাজনৈতিক সমাজের কলংক ,,,

আলমগীর কবির
৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৪:৫৫ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status