ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

আবারও অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করল চীন, ভারতের কড়া জবাব

মানবজমিন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২১ অপরাহ্ন

mzamin

অরুণাচল প্রদেশকে আবারও নিজেদের দাবি করেছে চীন। চীনের এ দাবিকে বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখপাত্র রণধীর জৈশওয়াল বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। চীনের অবিরাম দাবি সত্ত্বেও এটা সত্য। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। 
এ নিয়ে মুখপাত্র রণধীর জৈশওয়াল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, বার বার আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। যতবার ইচ্ছে চীন তার ভিত্তিহীন দাবি করতে চায়, করুক। তাতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সব সময়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল অরুণাচল প্রদেশ এবং তা থাকবে।

বিজ্ঞাপন
ওদিকে এ সপ্তাহের শুরুর দিকে অরুণাচল সব সময়ই চীনের অংশ বলে দাবি করে চীন। এক্ষেত্রে ভারতের দাবিকে উদ্ভট ও অলৌকিক বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, সব সময়ই চীনা ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় অংশ জাংনান (অরুণাচল প্রদেশের চীনা নাম)। তিনি বলেন, ভারতের অবৈধ দখলদারিত্বের আগে পর্যন্ত এখানে কার্যকর প্রশাসনিক চর্চা করেছে চীন। তিনি দাবি করেন, এটা একটি মৌলিক সত্য। একে উড়িয়ে দেয়া যাবে না। 

ওদিকে চীনের বার বার এমন দাবির নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, তাদের এই দাবি উদ্ভট। এই রাজ্যটি প্রাকৃতিকভাবেই ভারতের অংশ। জয়শঙ্কর বলেন, এটা কোনো নতুন ইস্যু নয়। আমি বলতে চাই, চীন এই দাবি করেছে। বার বার করেছে। আমরা আমাদের অবস্থানে একেবারে পরিষ্কার। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজে তিনি বলেছেন, আমি মনে করি আপনারা জানেন সীমানা নিয়ে আলোচনা চলছে। জয়শঙ্করের এ উত্তরের জবাবে লিন লিয়ান বলেন, চীন ও ভারতের মধ্যকার সীমান্ত সমস্যা কখনো সমাধান হয়নি। চিহ্নিত হয়নি। বিভক্ত হয়ে আছে পূর্বাঞ্চলীয় সেক্টর, মধ্যবর্তী সেক্টর, পশ্চিমাঞ্চলীয় সেক্টর এবং সিকিম সেকশনে। তিনি আরও বলেন, ১৯৮৭ সালে তথাকথিত অরুণাচল প্রদেশ গঠন করে ভারত। ভারতের অবৈধ দখলদারিত্বের অধীনে চীনের ভূখণ্ড নিয়ে তা করে তারা। এর বিরোধিতা করে বিবৃতি দিয়েছে চীন। তাতে বলা হয়েছে, ভারতের এই কর্মকাণ্ড বেআইনি। এর কোনো ভিত্তি নেই। এ বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত। এ নিয়ে এ মাসে চতুর্থবার অরুণাচল নিজেদের দাবি করে কথা বললো চীন। 

পাঠকের মতামত

সঠিক কথা হচ্ছে শক্তর ভক্ত নরমের জম

সরোয়ার
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ৪:২৩ অপরাহ্ন

বাংলাদেশের সীমান্তের মত গুলি ছুঁড়ে চীনা হত্যা করে বীরত্ব দেখাও । দেখি কেমন পারো ?

zakiul Islam
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:২৫ অপরাহ্ন

চিনের উচিত এ সময়ে দখল করে নেওয়া

Zafar
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন

হেডম থাকলে চীনের সাথে দাদাগিরি দেখাও।

BB
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ৪:২১ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status