ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানে একসঙ্গে ৬ সন্তান প্রসব করলেন জিনাত, সবাই সুস্থ

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন

mzamin

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জিনাত বিবি নামে এক যুবতী একসঙ্গে ছয়টি সন্তান প্রসব করেছেন। জিও নিউজ শুক্রবার রিপোর্টে বলেছে, রাওয়ালপিন্ডিতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টাস হাসপাতালে ওই নারী এসব সন্তান প্রসব করেন। বিশ্বের ৪৭০ কোটি নারীর মধ্যে তিনিই এখন বিরল এই রেকর্ড স্থাপন করলেন। জিনাত বিবি ও তার স্বামী ওয়াহিদের বসবাস হাজারা কলোনিতে। তারা একসঙ্গে ৬টি সন্তানের পিতা-মাতা হতে পেরে আনন্দে আত্মহারা। এসব সন্তানের মধ্যে চারটি ছেলে এবং দুটি মেয়ে। চিকিৎসকরা বলেছেন, জন্মের সময় শিশুদের ওজন ছিল স্বাভাবিক। তারা সুস্থ আছে। সুস্থ আছেন তাদের মা-ও। তা সত্ত্বেও বাসায় নেয়ার আগে পর্যন্ত শিশুদের জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটে মেডিকেল তত্ত্বাবধানে রাখা হবে সন্তানদের।

বিজ্ঞাপন
সাধারণত এমন ঘটনা ঘটে না। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সন্তান একসঙ্গে জন্ম দেয়ার জন্য উর্বরতা বিষয়ক ওষুধের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বহু চিকিৎসক তা ব্যবহার না করাকে উত্তম বলে সতর্ক করেছেন। একসঙ্গে ৬টি সন্তান জন্ম হওয়াকে ইংরেজিতে সেক্সটুপ্লেটস বলা হয়। এটা বিভিন্ন রকম হয়। এক্ষেত্রে আলাদা ছয়টি ডিম্বাণু শুক্রানুর সঙ্গে নিষিক্ত হতে পারে। আবার অন্য সেক্সটুপ্লেটসগুলো একই রকম হয়। অর্থাৎ একটি উর্বর ডিম্বাণু বিভক্ত হয়ে অনেক ভ্রূণ সৃষ্টি করে। কখনো কখনো এই ডিম্বাণু বিভক্তি একাধিকবার হতে পারে। ফলে তা থেকে তিনটি বা কখনো কখনো ছয়টি শিশুর জন্ম হতে পারে। এক্ষেত্রে একই রকম কয়েকটি যমজের জন্ম হতে পারে। সেক্সটুপ্লেটস পদ্ধতিতে জন্ম নেয়া শিশুরা সবাই ছেলে, মেয়ে অথবা উভয়ের মিশ্রণে জন্ম নিতে পারে। আইডেনটিক্যাল বা একই রকম ভ্রূণ তৈরি করে যে শিশুর জন্ম হয়, তাদের একই লিঙ্গ হতে পারে। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status